নয়া দিল্লি : দেশের নতুন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর (Deputy National Security Advisor) নিযুক্ত হলেন বিক্রম মিসরি(Vikram Misri)। ফরেন সার্ভিসেস-এর এই আধিকারিক গত ১১ ডিসেম্বর পর্যন্ত চিনে দূত ছিলেন। তাঁর জায়গায় ওই দায়িত্ব নিয়েছেন প্রদীপ কুমার রাওয়াত।
ভারতীয় ফরেন সার্ভিসের ১৯৮৯ ব্যাচের একজন কূটনীতিক বিক্রম মিসরি মায়ানমার এবং স্পেনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে, তিনি বেইজিং-এ রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হন এবং ভারত-চিন সম্পর্কের কঠিন সময়ে দায়িত্ব পালন করেন।
২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় উভয় দেশের সেনার মধ্যে সংঘর্ষের পরে চিনের সাথে অনুষ্ঠিত বেশ কয়েকটি আলোচনার অংশ ছিলেন বিক্রম মিসরি। প্রসঙ্গত, চার দশকের মধ্যে এই অঞ্চলে প্রথম সংঘর্ষের ফলে হতাহতের ঘটনা ঘটে।
তিনি বিদেশ মন্ত্রকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং উত্তর আমেরিকায় বেশ কয়েকটি ভারতীয় মিশনে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন ; বিপিন রাওয়াতের প্রয়াণে ফাঁকা ছিল পদ, চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান নিযুক্ত জেনারেল নারাভানে
তিনি ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ব্যক্তিগত সচিব ছিলেন এবং ২০১৪ সালে নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার সময়ও এই পদে অব্যাহত ছিলেন। বিক্রম মিসরি ২০১৪ সালের মে থেকে জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরালের ব্যক্তিগত সচিব ছিলেন।
আরও পড়ুন ; অত্যাধুনিক অস্ত্রসম্ভার থেকে দুরন্ত সুরক্ষা, অর্জুন মার্ক-১এ এখন বিশ্বমানের যুদ্ধট্যাঙ্ক
শ্রীনগরে জন্মগ্রহণকারী বিক্রম মিসরি দিল্লির হিন্দু কলেজ থেকে স্নাতক হন। তার আগে সিন্ধিয়া স্কুলে পড়াশোনা করেন। তাঁর এম বি এ ডিগ্রিও রয়েছে। সিভিল সার্ভিসে যোগদানের আগে, তিনি তিন বছর ধরে বিজ্ঞাপন এবং বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাণে কাজ করেছিলেন।