বেঙ্গালুরু: পাশাপাশি লেন। চওড়া, পাকা রাস্তা। তার উপর দিয়ে কার্যত ঘূর্ণির আকারে ধেয়ে এল অ্যাম্বুল্যান্স (Ambulance Crash)। আর তাতে মুহূর্তে প্রাণ চলে গেল চার জনের। কর্নাটকের (Karnataka) একটি টোল বুথে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছ, যার রোমহর্ষক ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় (Viral Video)।
কর্নাটকে ভয়ঙ্কর অ্যাম্বুল্যান্স দুর্ঘটনা
বুধবার কর্নাটকের সমুদ্র তীরবর্তী উদুপি জেলার একটি টোল বুথে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় অ্যাম্বুল্য়ান্সে রোগী এবং আরও দু’জন ছিলেন। দুরন্ত গতিতে ছুটে আসার সময় চালক অ্য়াম্বুল্যান্সটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে জানা গিয়েছে। তাতে রোগী এবং ওই দু’জনের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্সের ধাক্কায় মারা যান এক টোলকর্মীও। অ্যাম্বুল্যান্সের চালক গুরুতর জখম হয়েছেন।
সতর্কীকরণ : ভয়াবহ দুর্ঘটনার ছবি ধরা পড়ল সিসিটিভিতে। ভিডিওটির বিষয়বস্তু আপনাকে বিচলিত করতে পারে। দুর্বল হৃদয়ের ব্যক্তিদের এই ভিডিও না দেখাই ভাল।
টোলবুথে বসানো সিটিটিভি ক্যামেরায় গোটা দৃশ্য ধরা পড়েছে। তাতে দেখা গিয়েছে, টোলকর্মী এবং নিরাপত্তারক্ষীদের মধ্য়ে কয়েক জন দৌড়ে গিয়ে বৃষ্টিভেজা লেনের উপর থেকে প্লাস্টিকের ব্যরিকেড সরাচ্ছেন। এক ব্যক্তি দু’-দু’টি ব্যারিকেড সরাতে সফল হলেও, তৃতীয়টি রয়ে যায়। অন্য একজন সেটি সরাতে ছুটে যান। সেটি তুলে নিয়ে ফিরতে গিয়েই ঘূর্ণির আকারে ছুটে আসা অ্যাম্বুল্যান্সের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। হুড়মুডি়য়ে ভেঙে পড়ে টোলবুথটিও।
বৃষ্টিভেজা রাস্তায় গতি তোলাতেই কি বিপত্তি!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বৃষ্টি হয়েছিল সেখানে। তাতেই চাকা পিছলে যায় অ্যাম্বুলেন্সের। শত চেষ্টা করেও গাড়িকে নিয়ন্ত্রণে আনতে পারেননি চালক। বরং ভেজা রাস্তায় দুরন্ত গতিতে পড়ে ঘূর্ণির আকারে ঘুরতে ঘুরতে টোল বুথের দিকে ধেয়ে যায়। তাতেই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা।