এএনআই সূত্রে কী জানা যাচ্ছে? ঘটনাটি এবছরই ১৮ই ফেব্রুয়ারির। হরিয়ানার রোহতকের বেশ কিছু মানুষ সাক্ষী থাকলেন এই ঘটনার। চলন্ত ট্রেনের নিচে শুয়ে পড়েই প্রাণ বেঁচেছে ওই মহিলার।  ঠিক কী বক্তব্য় তার?


মহিলা জানিয়েছেন, বেশ কিছুক্ষণ  ধরেই এই ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে ছিল। সম্ভবত সিগন্য়ালের জন্য় অপেক্ষা করছিল ট্রেনটি। ট্রেনটিকে দাঁড়িয়ে থাকতে দেখে  মহিলা রেল লাইন পার হওয়ার চেষ্টা করেন। আর ঠিক সেই মুহূর্তেই ট্রেনটি চলতে শুরু করে। তাৎক্ষণিক বুদ্ধির জোরে প্রাণ বাঁচাতে রেল লাইনের ওপরই শুয়ে পড়েন তিনি। মালবাহী ট্রেনটি তার ওপর দিয়ে চলতে শুরু করে। 



ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করলে রেলওয়ে ট্র্যাকের ওপর মহিলাকে শুয়ে থাকতে দেখেন সেখান উপস্থিত লোকজন। সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়ায় চারিদিকে। বাড়ে মানুষের ভিড়ও। কিন্তু তারপরই অবাক কান্ড। ট্রেন চলে যাওয়ার পর মহিলাকে একেবারে সুস্থ অবস্থাতেই দেখেন উপস্থিত জনতা। তাদের সাহায্য় নিয়ে ধীরে ধীরে উঠেও দাঁড়ান তিনি। 


প্রাথমিক শক কাটিয়ে সবাইকে অবাক করে একেবারে সুস্থভাবেই কথা বলেন মহিলা, এমনকি তাকে হাঁটতেও দেখা যায়। 


আর এই ভিডিওটি প্রকাশ্য়ে আসার পরই ভাইরাল হয়ে যায় সোশ্য়াল মিডিয়ায়।