PM Modi On World Bicycle Day: সাইকেলই হতে পারে পরিবেশ রক্ষার সেরা হাতিয়ার। দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবনযাত্রায় সাইকেলের বিকল্প হতে পারে না অন্যকিছু। শুক্রবার বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে মহাত্মা গাঁধীর ছবি পোস্ট করে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


World Bicycle Day: ট্যুইটে কী লিখেছেন প্রধানমন্ত্রী ?
এদিন সাইকেল নিয়ে মহাত্মা গাঁধীর একটি ছবি ট্যুইটারে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সেখানে ছবির ক্যাপশনে 'লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট (লাইফ)' কথাটি উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি।পাশাপাশি তিনি লিখেছেন, '' আজ বিশ্ব সাইকেল দিবস, দীর্ঘ ও সুস্থ জীবনের লক্ষ্যে মহাত্মা গাঁধীর থেকে অনুপ্রেরণা নেওয়া ছাড়া আর ভাল কেউ আছে কি ?''



World Bicycle Day: কী এই বিশ্ব সাইকেল দিবস ?
বিশ্বকে পরিবেশ সচেতন ও সুস্থ জীবযাত্রা দিতে ২০১৮ সালে ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসাবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ। এই দিন ঘোষণার মাধ্যমে আসলে সাধারণ পরিবেশবান্ধব যানবাহনের প্রচার শুরু করে 'ইউনাইটেড নেশনস'। সেই থেকেই বিশ্বে শুরু হয়েছে World Bicycle Day পালন।


World Bicycle Day: ভারতে কীভাবে পালন ?


এদিন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সঙ্গে ভারতেও পালিত হয় বিশ্ব সাইকেল দিবস। দিল্লিতে এই দিবস উপলক্ষে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে সাইকেল র্যালি শুরু হয়। দেশজুড়ে এই দিবস উপলক্ষে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ''ফিট ইন্ডিয়া মুভমেন্ট, খেলো ইন্ডিয়া ও ক্লিন অ্যান্ড হেল্থি ইন্ডিয়া মুভমেন্ট সাইকেলের মাধ্যমে পূর্ণ হতে পারে। সাইকেলে যাত্রা দেশের দূষণ কমাতেও কাজে আসে।'' এদিন বিশ্ব সাইকেল দিবসের সাক্ষী থাকে রাজধানী। যেখানে ৭৫০ জন সাইকেল আরোহীর সঙ্গে সাড়ে ৭ কিলোমিটার সাইকেলে যাত্রা করেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে দিল্লির ছাড়া সারা দেশে বহু জায়গায় হয়েছে এই সাইকেল যাত্রা। যেখানে দেশের ৭৫টি ঐতিহ্যবাহী জায়গা ঘুরে বেড়ান সাইকেল আরোহীরা।


আরও পড়ুন: Indian Railways: ট্রেনে এই জিনিসগুলি নিয়ে উঠলেই জরিমানা, হতে পারে জেল