জয়পুর: ভারতীয় বায়ুসেনার (IAF) মিগ-২১ (Mig-21 Crash) ভেঙে পড়ায় তিন নাগরিকের মৃত্যু হল রাজস্থানের (Rajasthan) দাবলি এলাকায়। মৃতদের মধ্যে ২ জন মহিলা। এছাড়াও এক জন জখম হয়েছেন বলে খবর। তবে বিমানচালক (Pilot) কোনওক্রমে প্রাণ বাঁচান। সেনাবাহিনীর হেলিকপ্টার ইতিমধ্যেই উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। 


কী ঘটেছিল?
বায়ুসেনা সূত্র অনুযায়ী, সুরাতগড় থেকে রওনা দিয়েছিল মিগ-২১ বিমানটি। এদিনের বিপর্যয়ের পর একটি বিবৃতি দিয়েছে ভারতীয় বায়ুসেনা। জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। ট্যুইটারে বায়ুসেনার তরফে লেখা হয়, 'আজ সকালে নির্ধারিত মহড়ার জন্য বেরিয়ে সুরাতগড়ের কাছেই ভেঙে পড়ে বিমানটি। সামান্য চোট লাগলেও বেঁচে গিয়েছেন পাইলট। কিন্তু কেন এমন বিপর্যয়? জানতে তদন্ত শুরু হয়েছে। গত সপ্তাহেও জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ভারতীয় সেনা চপার ভেঙে পড়েছিল। তার আগে, জানুয়ারি মাসে, রাজস্থানেই বায়ুসেনার দু'টি যুদ্ধবিমান ভেঙে পড়ে এক পাইলটের মৃত্যু হয়। বস্তুত, ভারতীয় বায়ুসেনার বিমান দুর্ঘটনার ইতিহাসে মিগ-২১ বিপর্যয় চেনা ঘটনা।


আগেও বিপর্যয়...
২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের জয়সলমীরের কাছে ভেঙে পড়েছিল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান। দুর্ঘটনার পর যুদ্ধবিমানের পাইলটের সন্ধানে তল্লাশি শুরু হয়েছিল। পরে জানা যায়, উইং কমান্ডার হর্ষিত সিনহা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্টে বলা হয়, মিগ-২১ স্যাম থানার অধীনস্থ ডেজার্ট ন্যাশনাল পার্ক এলাকায় ভেঙে পড়েছে। জয়সলমীরের এসপি অজয় সিং এই খবর পিটিআইকে জানান। ভারতীয় বায়ুসেনার তরফে টুইট করে জানান হয়, "সন্ধ্যে ৮.৩০ মিনিটে IAF এর একটি MiG-21 বিমান একটি প্রশিক্ষণের সময় পশ্চিম সেক্টরে দুর্ঘটনার সন্মুখীন হয়। এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।" বায়ুসেনার তরফে এও জানান হয়েছে, "গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে IAF আজ সন্ধ্যায় বিমান দুর্ঘটনায় উইং কমান্ডার হর্ষিত সিনহার মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে আমরা সকলে রয়েছি।" এই ঘটনার কিছুদিন আগেই তামিলনাড়ুতে ভারতীয় বায়ুসেনার হেলিপক্টার ভেঙে পড়ায় প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার লখউইন্দর সিংহ লিড্ডর ও আরও ১১ জনের মৃত্যু হয়েছিল। কোয়েম্বাত্তোরের সুলুর এয়ার বেস থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়েছিল বায়ুসেনার এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার। এই মর্মান্তিক দুর্ঘটনায় জেনারেল রাওয়াত সহ ১৪ জনের মৃত্যু হয়েছিল। 


  


আরও পড়ুন:হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো