নয়াদিল্লি: ছাত্র হিসেবে বেশ ভাল ছিলেন। কিন্তু অভাব ছিল পরিবারে। কলেজের দ্বিতীয় বছর পার করেই হিমাচল প্রদেশের কাঙরার অতুল কুমার যোগ দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীতে। ২০১৭ সালে গ্রেনেডিয়ার রেজিমেন্টে পোস্টিং হয় তাঁর। কিন্তু পড়াশুনা ছাড়েননি অতুল। সেনাবাহিনীতে থাকাকালীনই শেষ করেন স্নাতকের পাঠক্রম। তারপর ইতালিয়ান বিশ্ববিদ্যালয়ে এমএস ও পিএইচডি করার সুযোগ পান তিনি। অতুলের পড়াশুনার প্রতি আগ্রহ ও ভবিষ্যতের কথা ভেবে তাঁকে সেনাবাহিনী থেকে নির্দিষ্ট সময়ের আগেই অবসর দেওয়া হচ্ছে। সেই পদ্ধতি যাতে দ্রুতও সম্পন্ন হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। ইতালির বিশ্ববিদ্যালয়ে পার্টিকল এবং অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে উচ্চশিক্ষা করতে চলেছেন অতুল। সেখানে ভরতি হতে যাতে দেরি না হয়ে যায়, সেই জন্যই সেনাবাহিনী তাঁকে দ্রুত অব্যহতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একজন সেনাকে উচ্চশিক্ষায় উৎসাহ দেখানোর জন্য ভারতীয় সেনাকে ট্যুইটারে সাধুবাদ জানিয়েছেন অনেকে।