মন্টরিয়াল: জলাভূমিতে মুখ থুবড়ে পড়ে রয়েছে একাধিক দেহ। ছবি দেখে শিউড়ে উঠল কানাডা। মৃতদের মধ্যে রয়েছে একটি ভারতীয় পরিবারও। আমেরিকা-কানাডা সীমান্তে উদ্ধার হল দেহ। বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে কানাডায় ঢোকার চেষ্টার সময়ই মৃত্যু বলে অনুমান (Illegal Immigration)।
আমেরিকা-কানাডা সীমান্তের জলাভূমিতে একটি উল্টে যাওয়া নৌকা দেখতে পায় পুলিশ।
আমেরিকা-কানাডা সীমান্তে, জলাভূমি থেকে মোট ছ’টি দেহ উদ্ধার হয়েছে। রোমানিয়া বংশোদ্ভূত, কানাডার পাসপোর্ট ছিল মৃতদের মধ্যে একজনের কাছে। বাকিরা ভারতীয় বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে একটি তিন বছরের শিশুও রয়েছে বলে জানিয়েছে কানাডার পুলিশ (US-Canada Border)।
বৃহস্পতিবার আমেরিকা-কানাডা সীমান্তের জলাভূমিতে একটি উল্টে যাওয়া নৌকা দেখতে পায় পুলিশ। তুলতে গিয়ে দেখা যায়, একাধিক দেহ পড়ে রয়েছে। পরে সাংবাদিক বৈঠক করে কানাডার পুলিশ মৃতদের পরিচয় তুলে ধরে। ওন্টারিওর কাছে মোহক সম্প্রদায়ের এক ব্যক্তির কাছ থেকে নৌকাটি নিখোঁজ হয়ে যায় বলে জানা গিয়েছে।
মৃত ছয় জনের মধ্যে এক জন রোমানিয়ার এবং অন্য পাঁচ জন ভারতীয় বলে জানিয়েছে কানাডার পুলিশ। পাঁচ জন আবার প্রাপ্তবয়স্ক। মৃতদের মধ্যে রয়েছে তিন বছর বয়সি এক শিশুও। আমেরিকা হয়ে বেআইনি ভাবে তাঁরা কানাডায় ঢোকার চেষ্টা করছিলেন বলে অনুমান।
কানাডায় মোহকরা আসলে উপজাতি সম্প্রদায়ের মানুষ। ওন্টারিও, কোয়েবেক প্রদেশের ইতিউতি ছড়িয়ে তাঁরা। আমেরিকার নিউ ইয়র্কেও তাঁদের বসবাস। তাঁদের নৌকায় কী করে ওই ছ’জন উঠলেন, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
আকাশপথে নজরদারি চালানোর সময় চোখে পড়ে মৃতদেহ
কানাডা পুলিশ জানিয়েছে, আকাশপথে নজরদারি চালানোর সময় জলাভূমিতে প্রথমে একটি দেহ চোখে পড়ে। ছয়টি দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁদের শরীরে বিষপ্রয়োগ করা হয়েছিল কিনা দেখা হচ্ছে। আমেরিকা হয়ে বেআইনি ভাবে কানাডায় প্রবেশের ঘটনা ইদানীং কালে বৃদ্ধি পেয়েছে বলে দাবি কানাডা পুলিশের। নতুন বছরের শুরু থেকে এখনও পর্যন্ত এমন ৪৮টি বেআইনি প্রবেশের ঘটনা সামনে এসেছে বলে জানানো হয়েছে।
আমেরিকা-কানাডা সীমান্ত থেকে উদ্ধার হওয়া দেহগুলির ব্যক্তিগত পরিচয় জানা যায়নি এখনও পর্যন্ত। সরাসরি ভারত থেকে আমেরিকা হয়ে তাঁরা কানাডায় ঢুকতে গিয়েছিলেন কিনা জানা যায়নি। তবে ভারতীয়দের দেশ ছাড়ার প্রবণতা ঘিরে উদ্বেগ রয়েইছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০২১ সালে ১ লক্ষ ৬৩ হাজার ৩৭০ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশে চলে গিয়েছেন।