নয়াদিল্লি: যুদ্ধ ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইজরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অটলবিহারি বাজপেয়ী-সহ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীরা যেখানে প্যালেস্তাইনের প্রতি বরাবর সহমর্মিতা দেখিয়ে এসেছেন, সেখানে তাঁর এই অবস্থান নিয়ে সমালোচনা শুরু হতে সময় লাগেনি। সেই আবহেই এবার বিদেশমন্ত্রকের ((Ministry of External Affairs)) আধিকারিকের মুখে 'স্বাধীন প্যালেস্তাইন' রাষ্ট্রের পক্ষে সমর্থন শোনা গেল। (Israel Palestine War) যদিও ইজরায়েলকে লক্ষ্য করে হামাসের রকেট ছোড়াকে 'সন্ত্রাসী হামলা' হিসেবেই দেখা হচ্ছে বলে জানানো হল।


ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। সেখানে তিনি জানান, ভারত বরাবরই সার্বভৌম, স্বাধীন এবং দীর্ঘস্থায়ী স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের পক্ষে। তিনি বলেন, "বরাবরই একই নীতি আমাদের। সার্বভৌম, স্বাধীন এবং দীর্ঘস্থায়ী প্যালেস্তাইন রাষ্ট্রগঠনের জন্য সরাসরি কথোপকথনের পক্ষে আমরা।" (India on Palestine)


এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও বলেন, "আমরা চাই, প্যালেস্তিনীয়রা নিজেদের দেশের স্বীকৃত সীমান্তের মধ্যে নিরাপদে জীবনধারণ করুন। ইজরায়েলের সঙ্গে পাশাপাশি, শান্তিপূর্ণ সহাবস্থান থাকুক তাদের। বরাবরই এই অবস্থান বজায় রেখে এসেছে ভারত। আজও তা একই রয়েছে।" যদিও বিদেশমন্ত্রকের মুখপাত্র সাফ বলেন, "হামাসের কার্যকলাপকে সন্ত্রাসী হামলা হিসেবেই দেখছি আমরা।"



আরও পড়ুন: Israel Palestine War: গাজা থেকে নজর ঘোরানোর চেষ্টা? সিরিয়ার ২ বিমানবন্দরে আছড়ে পড়ল রকেট, কাঠগড়ায় ইজরায়েল


শনিবার নতুন করে ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধের সূচনা ঘটে। তার কয়েক ঘণ্টা পর সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানান প্রধানমন্ত্রী মোদি। তাতে প্যালেস্তাইন থেকে ইজরায়েলকে লক্ষ্য করে হামাসের রকেট ছোড়াকে 'সন্ত্রাস হামলা' বলে উল্লেখ করেন।  এর পর সোমবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে ফোনে কথাও হয় তাঁর। তার পরও ইজরায়েলের প্রতি সমর্থন ব্যক্ত করেন তিনি। 


এ নিয়ে যদিও তীব্র সমালোচনার মুখে পড়তে হয় মোদিকে। কারণ বরাবরই প্যালেস্তাইনের প্রতি সহমর্মী থেকেছে ভারত। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীও সেই নিয়ে মুখ খোলেন। ইজরায়েলকে সরাসরি আক্রমণকারী বলে উল্লেখ করেছিলেন তিনি। ৪৬ বছর আগে দিল্লির সভা থেকে বলতে শোনা যায় তাঁকে, “আক্রমণকারী, আক্রমণের ফল উপভোগ করুক, এটা কখনওই মেনে নেওয়া যায় না। আমাদের জন্য যা নিয়ম, বাকিদের জন্যও সেই নিয়মই কার্যকর হবে। আরবের জমি খালি করতে হবে। প্যালেস্তিনীয়দের তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। ইজরায়েলের অস্তিত্ব তো আমেরিকা, সোভিয়েত রাশিয়াও স্বীকার করে নিয়েছে, আমরাও করে নিয়েছি।”


মোদি এবং বাজপেয়ী, দু’জনের রাজনৈতিক পরিচয়ই সঙ্ঘ এবং বিজেপি-র সঙ্গে জড়িয়ে। কিন্তু ইজরায়েল-প্যালেস্তাইন নিয়ে দু’জনের অবস্থান বর্তমানে চর্চিত বিষয় হয়ে দাঁড়ায়। সেই আবহেই বিবৃতি দিল বিদেশ মন্ত্রক।