নয়াদিল্লি: সকালে তখনও চোখে লেগে ঘুম। হঠাৎ বেজে উঠল মোবাইল ফোন। জোরে 'বিপ' শব্দে কেঁপে উঠল ফোন। তার সঙ্গেই স্ক্রিনে ভেসে উঠল সতর্কবার্তা। এমন আপনার সঙ্গে হয়েছে? উদ্বিগ্ন হবেন না।


কী লেখা রয়েছে ওই মেসেজে?
এটি একটি স্যাম্পেল টেক্সট মেসেজ। পাঠিয়েছে ভারত সরকারের টেলিকমিউনিকেশন মন্ত্রক। সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্য়মে এই মেসেজ পাঠানো হয়েছে। এই মেসেজ উপেক্ষা করতে পারেন, আপনার তরফ থেকে কিছুই করার নেই। পরীক্ষামূলকভাবে প্যান ইন্ডিয়া এমারজেন্সি অ্যালার্ট সিস্টেম (Pan-India Emergency Alert System) টেস্টের অংশ হিসেবে এটি পাঠানো হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের (National Disaster Management Authority) তরফ থেকে এই পরীক্ষামূলক পদক্ষেপ করা হচ্ছে। নাগরিক সুরক্ষা এবং বিপদের ঘটনায় সময়ের মধ্যে সতর্ক করার জন্যই এই পদক্ষেপ। 


আজ, ১৭ আগস্ট বিভিন্ন ফোনে এসেছে এমন মেসেজ। ওই মেসেজেই (emergency alert system) সময় এবং তারিখও লেখা ছিল।


সারা দেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন সময়ে ভাগে ভাগে এমন মেসেজ পাঠিয়ে পরীক্ষামূলকভাবে অ্যালার্ট করা হয়। আপৎকালীন সময়ে দ্রুত সারা দেশে খবর পাঠানোর জন্য এমন পরিকাঠামো ব্যবহার করা হবে। দেশের মোবাইল অপারেটরদের মাধ্যমে কীভাবে দ্রুত এই বার্তা পাঠানো যায় সেটাই পরীক্ষা করে দেখার কাজ হচ্ছে।


 






কেন এই কাজ:
ভারত সরকার (Government of India) জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে যৌথভাবে একটি কাজ করছে। যে কোনও প্রাকৃতিক দুর্যোগ (Natural Disaster) যেমন ভূমিকম্প, সুনামি বা হড়পা বানের সময় যাতে কম সময়ে নির্দিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক (alert) করা যায় তার জন্য এমন প্যান ইন্ডিয়া এমারজেন্সি অ্যালার্ট সিস্টেম তৈরি করার জন্য কাজ করা হচ্ছে। 


এর আগেও এমন পরীক্ষামূলক কাজ হয়েছে। ২০ জুলাই ঠিক এভাবেই একাধিক মোবাইল ফোন ব্য়বহারকারীদের কাছে এমন টেক্সট মেসেজ (Text Message) গিয়েছিল। 


আরও পড়ুন: স্টেলথ্ ফিচার-আধুনিক যুদ্ধাস্ত্র! কলকাতায় তৈরি ভারতের যুদ্ধজাহাজ