নয়াদিল্লি: হাতে হাতকড়া, পায়ে শিকল পরিয়ে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে আমেরিকা। বেআইনি ভাবে তাঁরা আমেরিকায় প্রবেশ করছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে উত্তাল হল দেশের সংসদও। লোকসভা এবং রাজ্যসভায় সরকারকে কাঠগড়ায় তুললেন বিরোধীরা। সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত সংসদে ভাষণ দিতে এলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু কূটনৈতিক ব্যর্থতা নিয়ে প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে, তিনি জানালেন, এই প্রথম অভিবাসী ফেরত পাঠাল না আমেরিকা। (Indian Illegal Immigrants)


সমালোচনা, নিন্দার মুখে বৃহস্পতিবার সংসদে বিবৃতি দেন জয়শঙ্কর। তিনি জানান, এজেন্টরা ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল ভারতীয় অভিবাসীদের। চরম অভিজ্ঞতা হয়েছে সকলের। প্রত্যেক অভিবাসীর সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। কী ভাবে তাঁরা আমেরিকা পৌঁছলেন, তা জানার চেষ্টা চলছে। আমেরিকার বায়ুসেনার বিমান কেন মাটিতে নামল, তাতে চাপিয়ে কেন ভারতীয়দের আনা হল, সেই প্রশ্নের জবাবও দেন জয়শঙ্কর। জানান, এই বিষয়টি পুরোপুরি আমেরিকার অভিবাসন বিভাগের উপর নির্ভর করে। (S Jaishankar)


জয়শঙ্কর আরও বলেন, “ভারতীয় অভিবাসীদের সঙ্গে যাতে অন্য়ায় আচরণ না করা হয়, তা নিয়ে আমেরিকা সরকারের সঙ্গে কথা চলছে। আমার মনে হয়, বেআইনি অনুপ্রবেশ বন্ধ করার উপরই জোর দেওয়া উচিত আমাদের। বৈধ কাগজপত্র থাকলে ভিসা প্রক্রিয়াকে আরও সহজ করে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। বিমানে যাতে খাবারদাবার, চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকে, সকলের খেয়াল রাখা হয় যাতে, তা নিয়েও আলোচনা চলছে। বেসামরিক বিমান হোক বা সামরিক, সবক্ষেত্রেই একথা প্রযোজ্য। ৫ ফেব্রুয়ারি আমেরিকার বিমান নামার ক্ষেত্রে কোনও নিয়ম পরিবর্তন করা হয়নি। আগের মতোই সব হয়েছে।” 


ভারতীয় অনুপ্রবেশকারীদের আমেরিকা যেভাবে ফেরত পাঠিয়েছে, তাতে ভারতের বিদেশনীতি নিয়েই প্রশ্ন উঠছে। কিন্তু জয়শঙ্করের বক্তব্য, “আমেরিকা থেকে অভিবাসী ফেরত পাঠানোর ঘটনা নতুন নয়। বছরের পর বছর ধরে চলে আসছে। কোনও একটি মাত্র দেশের ক্ষেত্রেই হচ্ছে না শুধু। ” সংসদে জয়শঙ্কর জানান, প্রত্যেক বছর বেআইনি ভাবে আমেরিকায় প্রবেশ এবং বসবাস করা ভারতীয়দের ফেরত পাঠায় আমেরিকা। ২০১২ সালে সেই সংখ্যা ৫৩০ ছিল, ২০১৯ সালে ২০০০-এর বেশি। যদিও আগে কখনও হাতে হাতকড়া, পায়ে-কোমরে শিকল পরিয়ে ভারতীয় অভিবাসীদের ফেরানোর ছবি সামনে আসেনি। হাতে হাতকড়া যাতে না পরানো হয়, তার জন্য আমেরিকার কাছে বার্তা দেওয়া হচ্ছে বলে জানান জয়শঙ্কর।


কিন্তু জয়শঙ্করের উত্তর মনঃপুত হয়নি বিরোধীদের। আমেরিকার সেনার বিমানে কেন ভারতীয়দের সঙ্গে অমানবিক আচরণ করা হল, কেন আমেরিকার সেনার বিমানকে ভারতের মাটিতে নামতে দেওয়া হল, ভারত কেন নিজের বিমান পাঠিয়ে সসম্মানে সকলকে ফিরিয়ে আনল না, প্রশ্ন ওঠে। তৃণমূল সাংসদ সাকেত গোখেল সেই নিয়ে সরব হন রাজ্যসভায়। কিন্তু সেই নিয়ে সদুত্তর মেলেনি।