রেল বাতিলবুধবার মকর সংক্রান্তি। জাঁকিয়ে ঠান্ডা ভারতের বিভিন্ন জায়গায়। কুয়াশার জেরে ব্যাহত হচ্ছে বহু রুটে সঠিক সময়ে ট্রেন চলাচল।  প্রতিদিন  বহু যাত্রী ট্রেনে সফর করেন। চাকরি, পড়াশোনা, ব্যবসা এবং পারিবারিক প্রয়োজনে রেল সাধারণ মানুষের ভরসার জায়গা।  বিশেষত দিল্লি-NCR সহ উত্তর ভারতে তীব্র ঠান্ডা এবং কুয়াশা সঠিক সময়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। কুয়াশার সরাসরি প্রভাব পড়েছে রেল চলাচলে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ভারতীয় রেল একটি বড় পদক্ষেপ নিয়েছে। বিহার, বাংলা এবং পাঞ্জাবের অনেকগুলি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু ট্রেন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এবং কিছু মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত বাতিল থাকবে। আপনি যদি আগামী কয়েক দিনের মধ্যে কোথাও সফরের পরিকল্পনা করে থাকেন, তবে এই তালিকাটি পড়ে নিন।

Continues below advertisement

এই রুটের ট্রেন বাতিল

বাতিল ট্রেনের তালিকায় পাটনা, হাওড়া, অমৃতসর এবং আনন্দ বিহারের মতো দেশের সবচেয়ে ব্যস্ত রুটের কয়েকটি ট্রেন রয়েছে।  প্রতিদিন হাজার হাজার যাত্রীর ভ্রমণের পরিকল্পনা সরাসরি প্রভাবিত হবে। বিশেষ করে বিহার এবং পশ্চিমবঙ্গের দিকে যাওয়া যাত্রীদের বেশি সমস্যার সম্মুখীন হতে হতে পারে। কারণ এই রুটে দীর্ঘ দূরত্বের প্রচুর ট্রেন চলাচল করে। 

ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে রেলওয়ে এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সুরক্ষা বিবেচনা করে নিয়েছে। রেলের পক্ষ থেকে যাত্রীদের স্পষ্ট পরামর্শ দেওয়া হয়েছে যে স্টেশনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ট্রেনের লাইভ স্ট্যাটাস, বাতিল আপডেট এবং নতুন সময়সূচী অবশ্যই দেখে নিন। যাতে শেষ মুহূর্তের দৌড়াদৌড়ি এবং সমস্যা এড়ানো যায়।

Continues below advertisement

বাতিল ট্রেনের তালিকা

  1. ট্রেন নম্বর ১৫৬১৯/২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে
  2. ট্রেন নম্বর ১৪৫২৩/২৪ বারউনি-আম্বালা হরিহর এক্সপ্রেস ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে
  3. ট্রেন নম্বর ১২৮৭৩/৭৪ হাতিয়া-আনন্দ বিহার এক্সপ্রেস ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে
  4. ট্রেন নম্বর ১৮১০৩/০৪ টাটা-অমৃতসর এক্সপ্রেস ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে
  5. ট্রেন নম্বর ১৫৬২১/২২ আনন্দ বিহার-কামাখ্যা এক্সপ্রেস ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে
  6. ট্রেন নম্বর ১২৩২৭/২৮ হাওড়া-দেহরাদূন উপাসনা এক্সপ্রেস ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে
  7. ট্রেন নম্বর ২২১৯৭/৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা এক্সপ্রেস ১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে
  8. ট্রেন নম্বর ১৫৯০৩/০৪ ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস ১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে
  9. ট্রেন নম্বর ১৪৬১৭/১৮ অমৃতসর-পূর্ণিয়া কোর্ট জনসেবা এক্সপ্রেস ২ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে