নয়া দিল্লি: ইজরায়েল-ইরান সংঘাত থামার কোনও লক্ষণই নেই বরং ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃত্যু সংখ্যা। ইরানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সংঘাত শুরুর হওয়ার পর থেকে কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছেন। বেশিরভাগই অসামরিক নাগরিক।
বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইজরায়েল ইরানের বেশ কয়েকটি অসামরিক স্থানে হামলা চালিয়েছে। একটি হাসপাতাল এবং একটি সরকারি টিভি চ্যানেলের ভবনে হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে ইরানে অবস্থিত ভারতীয়দের সে দেশ দ্রুত ছাড়ার নির্দেশ জারি করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, সকল ভারতীয় নাগরিক এবং পিআইও যারা তেহরানের বাইরে যেতে পারেন, তাদের শহরের বাইরে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তেহরানে থাকা এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করা সকল ভারতীয় নাগরিকদের অবিলম্বে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে এবং তাদের অবস্থান এবং যোগাযোগের নম্বর প্রদান করতে অনুরোধ করা হচ্ছে। ইরানের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ইরানে অবস্থিত সমস্ত ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সতর্ক থাকার, দূতাবাসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি অনুসরণ করার এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসারে সুরক্ষা প্রোটোকল অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ইরান দাবি করেছে, সোমবার দেশের পশ্চিমে একটি হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল। এটিকে ‘যুদ্ধাপরাধ’ বলেও নিন্দা করা হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইজরায়েলি হামলা চালানো হয়েছে। ইরানে বিভিন্ন সংবাদমাধ্যমে রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের খবরও জানানো হয়েছে। রবিবার শহরের বেশ কয়েকটি এলাকায় বোমা হামলার পর ইজরায়েলি সেনাবাহিনী তেহরানের কিছু অংশে হামলার হুমকি দেওয়ার পর এই ঘটনা ঘটে।