নয়াদিল্লি: করোনার ফলে জনগণের স্বভাবেও পরিবর্তন এসেছে। মন কি বাত অনুষ্ঠানে বললেন নরেন্দ্র মোদি।যত্রতত্র থুতু না ফেলতে মানুষকে অনুরোধ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের স্বভাবেও পরিবর্তন এনেছে করোনা। যেখানে সেখানে থুতু ফেলার কুঅভ্যাস বরাবরের জন্য বদলান। এর ফলে করোনা সংক্রমণ ছড়াতে পারবে না, একইসঙ্গে সুস্বাস্থ্য বজায় থাকবে। প্রধানমন্ত্রী আরও বলেন, মাস্ক এখন আমাদের জীবনের আবশ্যিক অঙ্গ। মাস্ক পরলেই আপনি অসুস্থ, এটা ভাবার কারণ নেই। আগে কেউ ফল কিনলে ভাবা হত, তিনি অসুস্থ। সভ্য সমাজের প্রতীক হয়ে উঠবে মাস্ক।
‘যেখানে সেখানে থুতু ফেলার কুঅভ্যাস বরাবরের জন্য বদলান’, 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Apr 2020 01:44 PM (IST)
মাস্ক এখন আমাদের জীবনের আবশ্যিক অঙ্গ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -