নয়াদিল্লি:  ভারতে করোনার বিরুদ্ধে লড়াই জনগণ দ্বারা চালিত। মন কি বাত অনুষ্ঠানে বললেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ভারতে করোনার বিরুদ্ধে লড়াই জনগণ দ্বারা চালিত। সবাইকে সাহায্য করতে এক লক্ষ্যে এগোচ্ছে ভারত। ভবিষ্যতে এ নিয়ে কিছু লেখা হলে, তাতে ভারতের উল্লেখ থাকবে। সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী করোনার বিরুদ্ধে লড়ছেন। ‘কেউ নিজের ফসল দান করছেন, কেউ পিএম ফান্ডে দান করছেন। কেউ কেউ করোনার রুখতে মুখোশ বানিয়ে লড়ছেন। সবার লড়াই ভারতকে আরও শক্তিশালী করছে। এভাবেই এই লড়াই জনগণ দ্বারা পরিচালিত হচ্ছে।  কোভিড ওয়ারিয়র্স ডট জিওভি ডট ইন প্ল্যাটফর্ম তৈরি করেছে সরকার। সবাইকে এর মাধ্যমে জুড়ে দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছেন চিকিৎসক-নার্সরা, আছেন অন্যান্য পেশার মানুষরাও। দেশবাসী যে সঙ্কল্প-শক্তি দেখিয়েছেন, তাতে নতুন পরিবর্তন এসেছে।