মঙ্গলবার সন্ধে ছটা নাগাদ ঘটেছে এই ঘটনা। একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ওই কনস্টেবল দৌড়ে প্রাণ বাঁচাচ্ছেন, আর পিছনে তাড়া করেছে উন্মত্ত জনতা, হাতে ইট পাথর।
জানা গিয়েছে, ওই কনস্টেবল এরপর পুলিশবাহিনী নিয়ে ফিরে আসেন, সঙ্গে সঙ্গে শান্ত হয় গোটা এলাকা।
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে জারি হয়েছে এনএসএ বা জাতীয় নিরাপত্তা আইন। দিনকয়েক আগে এই ইন্দোরেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে এনএসএ জারি করে পুলিশ। স্থানীয় তালাইয়া পুলিশ স্টেশন এলাকায় দুই পুলিশকর্মীর ওপর হামলার অভিযোগে গ্রেফতার ৫ জনের মধ্যে ১ জনের বিরুদ্ধে এনএসএ-তে মামলা দায়ের হয়। পুলিশ যখন স্থানীয়দের ঘরে থাকার অনুরোধ করছিল তখন সাহিদ কুরেশি ওরফে কবুতর নামে একজনের নেতৃত্বে তাদের ওপর হামলা চলে। কবুতরকে ধরার চেষ্টা হলে সে একটি বাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু জখম হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অপরাধের অভিযোগ থাকায় এনএসএ দায়ের করে পুলিশ।