নয়া দিল্লি : দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে থানাগুলিতে সিসিটিভি বসাতে বলা হয়েছে। এই মর্মে গাইডলাইন জারি করা হয়েছে বলে লোকসভায় জানানো হল কেন্দ্রের তরফে। মঙ্গলবার লোকসভায় লিখিতভাবে একথা জানান স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। 


এপ্রসঙ্গে তিনি জানান, গত বছর ২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট এক নির্দেশিকায় দেশের সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারত সরকারকে সব থানায় এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছিল।


মন্ত্রী বলেছেন, চলতি বছরের ৬ এপ্রিল শেষ শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় এজেন্সিগুলিকে এক মাসের মধ্যে বাজেট বরাদ্দ করতে বলেছিল। এছাড়া বাজেট বরাদ্দের ছয় মাসের মধ্যে সম্পূর্ণ নির্দেশিকার প্রয়োগের কথা বলা হয়েছিল। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ১৩ এপ্রিল শীর্ষ আদালতের নির্দেশমতো বাজেট বরাদ্দের কথা এবং নিজেদের অফিসে সিসিটিভি ক্যামেরা বসানোর অনুরোধ জানায়।    


এদিকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও অ্যাপেক্স কোর্টের নির্দেশমতো সব থানায় সিসিটিভি ক্যামেরা বসানোরর স্ট্যাট্যাস রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। পুলিশ যেহেতু রাজ্যর বিষয়, তাই কতগুলি থানায় সিসিটিভি আছে সেই সংক্রান্ত তথ্য কেন্দ্রীয়স্তরে রাখা হয় না বলে জানান মন্ত্রী। তাঁর সংযোজন, এই সংক্রান্ত নির্দেশিকা চলতি বছরের ৮ জুলাই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো হয়েছে। 


যদিও ভারতীয় সংবিধানের সপ্তম সিডিউল অনুযায়ী 'পুলিশ' ও 'পাবলিক অর্ডার' রাজ্যের বিষয়, কিন্তু রাজ্য পুলিশের আধুনিকীকরণের জন্য আর্থিক সহায়তা করা হয় 'অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর মডার্নাইজেশন অফ পুলিশ' স্কিমে। উল্লেখ্য, গত বছর ২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারিগুলিকে বলা হয়েছিল, প্রতিটি থানায় সিসিটিভি ক্যামেরা বসাতে তাদের কী কী প্রয়োজন রয়েছে সে সম্বন্ধে জানাতে। ২০২১-২২ এর প্রস্তাবনায় তা জানাতে বলা হয়েছিল।  


সব থানায় সিসিটিভি ক্যামেরা বসানো থাকলে নিরাপত্তাজনিত বিভিন্ন বিষয়ে সুবিধা হবে, একথা বলাই বাহুল্য।