আমদাবাদ ও নয়াদিল্লি: স্বঘোষিত স্বামী নিত্যানন্দ সম্পর্কে বিস্তারিত তথ্য় চেয়ে ব্লু কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। বাচ্চাদের জোর করে আটকে রাখায় অভিযুক্ত এই গডম্য়ান ভারত ছেড়ে পালিয়েছেন কিছুদিন আগে। অভিযোগ, কর্নাটকে দায়ের হওয়া একটি ধর্ষণ মামলা থেকে বাঁচতে বিনা পাসপোর্টে দেশ থেকে পালান তিনি।
সরকারি কর্তারা জানিয়েছেন, গুজরাত পুলিশ ভারতে ইন্টারপোলের বিষয়সংক্রান্ত নোডাল এজেন্সি সিবিআইকে বিতর্কিত গডম্যানের ব্য়াপারে খোঁজখবর করার জন্য় ব্লু কর্নার নোটিস চেয়ে আবেদন পাঠিয়েছিল। তাঁকে এর আগে ওয়ান্টেড ঘোষণা করেছিল গুজরাত পুলিশ।
আমদাবাদের (গ্রামীণ) ডিএসপি কে টি কামারিয়া সংবাদ সংস্থাকে বলেছেন, চলতি মাসে বিতর্কিত গডম্যানের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল। পুলিশ জানিয়েছে, নিত্যানন্দের বিরুদ্ধে ইন্টারপোলকে দিয়ে রেড কর্নার নোটিস বা বিশ্বজুড়ে গ্রেফতারির ওয়ারেন্ট বের করানোর চেষ্টা করছে তারা।
কোনও অপরাধে যুক্ত সন্দেহভাজন কারও সম্পর্কে নানা তথ্য়, অর্থাত তার পরিচয়, সে কোথায় আছে বা তার কার্য্যকলাপের ব্য়াপারে সদস্য় দেশগুলির কাছ থেকে বাড়তি তথ্য সংগ্রহের জন্য ব্লু কর্নার নোটিস জারি করে আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা সংক্রান্ত সংস্থা ইন্টারপোল। সদস্য দেশগুলিকে তা জানাতে হয়।
একদিকে পুলিশ তাঁকে খুঁজে বের করার জন্য তল্লাসি অভিযান চালাচ্ছিল, আরেক দিকে গত ডিসেম্বরে খবর বেরয় যে, নিত্যানন্দ ইক্য়ুয়েডরের কাছে নিজের এক হিন্দু রাষ্ট্র গড়েছেন, যার নাম কৈলাশ। তার নিজস্ব পতাকাও আছে। যদিও ইক্যুয়েডর তাদের ভূখণ্ডে নিত্যানন্দের থাকার কথা অস্বীকার করে, তাঁর আশ্রয়ের আবেদন খারিজ করেছে বলেও জানায়।
নিত্যানন্দের আমদাবাদের আশ্রম থেকে দুটি মেয়ে নিখোঁজ হওয়ায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল গুজরাত পুলিশ। তাঁর বিরুদ্ধে বাচ্চাদের অপহরণ ও নিজের আশ্রম চালাতে ভক্তদের কাছ থেকে ডোনেশন তোলার জন্য় তাদের অন্যায়ভাবে আটকে রাখার অভিযোগ আনা হয়। ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।
গত বছর বিদেশমন্ত্রক নিত্য়ানন্দের পাসপোর্ট বাতিল করে, তাঁর গতিবিধির ওপর নজর রাখার জন্য় বিদেশে ভারতের সব দূতাবাস, কেন্দ্রগুলিকেও সতর্ক করে দেয়। ২০০৮ সালে নিত্যানন্দ ১০ বছর মেয়াদের পাসপোর্ট পান, কিন্তু ২০১৮র আগেই সেটি বাতিল হয়। তিনি নতুন পাসপোর্টের আবেদন করেন, কিন্তু পুলিশি ছাড়পত্র মেলেনি।