আইএনএক্স মিডিয়া মামলায় ছাড়পত্র দেওয়ায় দুর্নীতির অভিযোগে গত ২১ আগস্ট গ্রেফতার হন চিদম্বরম। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির এক বিশেষ আদালতের নির্দেশে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন তিনি। আইএনএক্স মিডিয়া মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দায়ের করা পৃথক বেআইনি অর্থ লেনদেনের মামলায় দিল্লি হাইকোর্টে চিদম্বরমের আগাম জামিনের আবেদন তার আগে খারিজ হয়ে গিয়েছিল। সেই রায়কে সুপ্রিম কোর্টে তিনি চ্যালেঞ্জ করেন। কিন্তু শীর্ষ আদালতও তাঁকে নিরাশ করে তাঁর পিটিশন নাকচ করে। এই অবস্থায় তাঁকে রেহাই দেওয়া হলে ‘তদন্ত মার খাবে’ বলে অভিমত জানায় সুপ্রিম কোর্টের বেঞ্চ। আইএনএক্স মিডিয়া মামলা: কেন গ্রেফতার, উত্তর জানা নেই, ট্যুইট চিদম্বরমের
Web Desk, ABP Ananda | 09 Sep 2019 01:51 PM (IST)
আইএনএক্স মিডিয়া মামলায় ছাড়পত্র দেওয়ায় দুর্নীতির অভিযোগে গত ২১ আগস্ট গ্রেফতার হন চিদম্বরম। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির এক বিশেষ আদালতের নির্দেশে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন তিনি।
নয়াদিল্লি: কেন তাঁকে গ্রেফতার করা হল, কিন্তু আইএনএক্স মিডিয়া গোষ্ঠীকে ২০০৭ সালে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকা নেওয়ার জন্য বিদেশি বিনিয়োগ প্রমোশন বোর্ডের ছাড়পত্র দেওয়ার সুপারিশ করা অফিসারদের কাউকে ধরা হল না, সেটা তাঁর জানা নেই বলে দাবি করলেন আইএনএক্স মিডিয়া মামলায় তিহাড় জেলে থাকা পি চিদম্বরম। প্রথম সারির কংগ্রেস নেতা তথা ইউপিএ জমানার কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির লোকজন তাঁর সরকারি ট্যুইটার হ্যান্ডল থেকে তাঁর হয়ে ট্যুইট করেছেন। তাতেই একথা রয়েছে। ট্যুইটে বলা হয়েছে, লোকে আমার কাছে জানতে চেয়েছে, আইএনএক্স মিডিয়ার বিদেশি অর্থ গ্রহণ সংক্রান্ত এফআইপিবি ছাড়পত্র মঞ্জুরের বিষয়টি যাঁরা প্রসেস করে আপনাকে পাঠিয়েছিলেন, সেই ডজনখানেক অফিসার যদি গ্রেফতার না হয়ে থাকেন, তবে কেন আপনাকে করা হল! সে আপনি শেষ সইটা করেছিলেন বলে? আমার কাছে এর কোনও উত্তর নেই। চিদম্বরম আরও লিখেছেন, কোনও অফিসারই কিচ্ছু অন্যায় করেননি। কারও গ্রেফতারি চাই না আমি।