আইএনএক্স মিডিয়া মামলায় ৩ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল চিদম্বরমের
Web Desk, ABP Ananda | 19 Sep 2019 05:34 PM (IST)
চিদম্বরমের বিরুদ্ধে কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালে আইএনএক্স মিডিয়াকে বিদেশি বিনিয়োগ প্রমোশন বোর্ডের (এফআইপিবি) সম্মতি দেওয়া নিয়ে দুর্নীতি ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের তদন্ত করছে সিবিআই ও ইডি।
নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় ৩ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল পি চিদম্বরমের। তিহাড় জেলে থাকা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষে আজ তাঁকে দিল্লির এক আদালতে তোলা হয়। সিবিআইয়ের তরফে সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ কংগ্রেস নেতা চিদম্বরমের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন করে সওয়াল করেন, যেদিন তাঁকে প্রথম পাঠানো হয়েছিল, তখন থেকে পরিস্থিতির কোনও বদল হয়নি। চিদম্বরমের মেডিকেল পরীক্ষার অনুমতি দেন বিশেষ বিচারক অজয় কুমার কুহার। তাঁর আইনজীবী কপিল সিবল বিচারবিভাগীয় মেয়াদ বৃদ্ধির জন্য তদন্তকারী সংস্থার আবেদনের বিরোধিতা করেন। সিবল আবেদন পেশ করেন, যাতে বলা হয়, তিহাড় জেলে বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালে যাতে তাঁর নিয়মিত মেডিকেল চেক আপ হয়, পর্যাপ্ত ডায়েটের ব্যবস্থাও থাকে। সিবল জানান, ৭৩ বছর বয়সি কংগ্রেস নেতা করোনারি আর্টারির অসুখ, হাইপারটেনশন, ইমপেয়ার্ড গ্লাইসেমিয়ার মতো নানা রোগে ভুগছেন, হেফাজতে থাকার মধ্যে তাঁর ওজনও কমেছে। চিদম্বরমের আরেক আইনজীবী অভিষেক মনু সিংভিও বলেন, জেলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সেলের বাইরে একটা চেয়ার ছিল, যেটি সরিয়ে ফেলা হয়েছে। উনি শুধু বিছানায় বসতে পারেন, তাঁকে একটা বালিশও দেওয়া হয়নি। এইমসে চিদম্বরমের চেকআপের অনুমতি চান সিংভি। মেহতা বলেন, যে কোনএ বন্দির শরীর-স্বাস্থ্যই উদ্বেগের ব্যাপার। আইনে যা অনুমোদন করা আছে, সেইমতো ব্যবস্থা নেবে জেল কর্তৃপক্ষ। চিদম্বরমের বিরুদ্ধে কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালে আইএনএক্স মিডিয়াকে বিদেশি বিনিয়োগ প্রমোশন বোর্ডের (এফআইপিবি) সম্মতি দেওয়া নিয়ে দুর্নীতি ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের তদন্ত করছে সিবিআই ও ইডি। গত সপ্তাহেই চিদম্বরমের আত্মসমর্পণের আবেদন খারিজ করে আদালত। ইডি জানিয়ে দেয়, আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমকে গ্রেফতার করা প্রয়োজন এবং তারা সময়মতোই তা করবে। ইডির তরফে সলিসিটর জেনারেল চিদম্বরমের ধরা দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেন। ইডি আদালতকে বলেছিল, বিচারবিভাগীয় হেফাজতে থাকার জন্য চিদম্বরমের পক্ষে তথ্যপ্রমাণ বিকৃত, নষ্ট করা বা সাক্ষীদের প্রভাবিত করা সম্ভব নয়। তবে চিদম্বরমের কৌঁসুলি কপিল সিবল পাল্টা দাবি করেন, তাঁর মক্কেলের আত্মসমর্পণের অধিকার আছে, ইডি চিদম্বরমকে কষ্ট দিতে চায় বলেই তাঁর হেফাজতের মেয়াদ বাড়ানোর পক্ষপাতী বলেও সওয়াল করেন তিনি।