নয়াদিল্লি: মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে লঞ্চ হচ্ছে iPhone 12 ও iPhone 12 Pro। ১৬ বা ১৭ তারিখ থেকে প্রি-অর্ডার দেওয়া যাবে। শিপিং শুরু হতে পারে ২৩ বা ২৪ তারিখ থেকে। iPhone 12 mini-র প্রি অর্ডার দেওয়া যেতে পারে ৬ বা ৭ নভেম্বর থেকে। এই মডেলটির শিপিং শুরু হতে পারে ১৩ বা ১৪ নভেম্বর থেকে। iPhone 12 Pro Max-এর প্রি অর্ডার শুরু হতে পারে ১৩ বা ১৪ নভেম্বর থেকে। শিপিং শুরু হতে পারে ২০ বা ২১ নভেম্বর থেকে।
সূত্রের খবর, iPhone 12 mini-র আকার হতে পারে ৫.৪ ইঞ্চি। iPhone 12-এর আকার হতে পারে ৬.১ ইঞ্চি। iPhone 12 Pro-র আকারও হতে পারে ৬.১ ইঞ্চি। iPhone 12 Pro Max-এর আকার হতে পারে ৬.৭ ইঞ্চি।
iPhone 12 mini-র দাম থাকতে পারে ৬৯৯ মার্কিন ডলার থেকে ৭৪৯ মার্কিন ডলারের মধ্যে। iPhone 12 Max-এর দাম থাকতে পারে ৭৯৯ মার্কিন ডলার থেকে ৮৪৯ মার্কিন ডলারের মধ্যে। iPhone 12 Pro ও iPhone 12 Pro Max-এর দাম থাকতে পারে ১,২০০ মার্কিন ডলার থেকে ১,২০০ মার্কিন ডলারের মধ্যে।
আইফোনের নতুন চারটি মডেলেই ওএলইডি ডিসপ্লে এবং ফাইভ জি সাপোর্ট থাকতে পারে। আইফোন ১২-তে ৬৪ জিবি স্টোরেজ থাকতে পারে। কালো, সাদা, নীল, লাল, হলুদ ও কোরাল রঙের হতে পারে এই নতুন মডেলগুলি।
iPhone 12 Series: মঙ্গলবার লঞ্চ হচ্ছে আইফোন ১২, জেনে নিন প্রি অর্ডার ও শিপিং ডেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Oct 2020 03:54 PM (IST)
আইফোনের নতুন চারটি মডেলেই ওএলইডি ডিসপ্লে এবং ফাইভ জি সাপোর্ট থাকতে পারে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -