নয়াদিল্লি: মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে লঞ্চ হচ্ছে iPhone 12 ও iPhone 12 Pro। ১৬ বা ১৭ তারিখ থেকে প্রি-অর্ডার দেওয়া যাবে। শিপিং শুরু হতে পারে ২৩ বা ২৪ তারিখ থেকে। iPhone 12 mini-র প্রি অর্ডার দেওয়া যেতে পারে ৬ বা ৭ নভেম্বর থেকে। এই মডেলটির শিপিং শুরু হতে পারে ১৩ বা ১৪ নভেম্বর থেকে। iPhone 12 Pro Max-এর প্রি অর্ডার শুরু হতে পারে ১৩ বা ১৪ নভেম্বর থেকে। শিপিং শুরু হতে পারে ২০ বা ২১ নভেম্বর থেকে।

সূত্রের খবর, iPhone 12 mini-র আকার হতে পারে ৫.৪ ইঞ্চি। iPhone 12-এর আকার হতে পারে ৬.১ ইঞ্চি। iPhone 12 Pro-র আকারও হতে পারে ৬.১ ইঞ্চি। iPhone 12 Pro Max-এর আকার হতে পারে ৬.৭ ইঞ্চি।

iPhone 12 mini-র দাম থাকতে পারে ৬৯৯ মার্কিন ডলার থেকে ৭৪৯ মার্কিন ডলারের মধ্যে। iPhone 12 Max-এর দাম থাকতে পারে ৭৯৯ মার্কিন ডলার থেকে ৮৪৯ মার্কিন ডলারের মধ্যে। iPhone 12 Pro ও iPhone 12 Pro Max-এর দাম থাকতে পারে ১,২০০ মার্কিন ডলার থেকে ১,২০০ মার্কিন ডলারের মধ্যে।

আইফোনের নতুন চারটি মডেলেই ওএলইডি ডিসপ্লে এবং ফাইভ জি সাপোর্ট থাকতে পারে। আইফোন ১২-তে ৬৪ জিবি স্টোরেজ থাকতে পারে। কালো, সাদা, নীল, লাল, হলুদ ও কোরাল রঙের হতে পারে এই নতুন মডেলগুলি।