মুম্বই: সুপ্রিম কোর্টের নির্দেশে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু রহস্যের তদন্তে গঠিত হয়েছে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা সিট। এই সিটের নেতৃত্ব দেবেন বরিষ্ঠ আইপিএস অফিসার মনোজ শশীধর। এছাড়া রয়েছেন ডিআইজি গগনদীপ গম্ভীর, এসপি নূপুর প্রসাদ ও ডিএসপি অনিল কুমার যাদব।

মনোজ শশীধর হলেন গুজরাত ক্যাডারের ১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার। ২০ বছরের বেশি সময় ধরে সিবিআইয়ে রয়েছেন তিনি। এখন তিনি সিবিআই জয়েন্ট ডিরেক্টর, আগামী ৫ বছরের জন্য এই পদ সম্ভবত তাঁরই থাকবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্টস কমিটি তাঁর নির্বাচনে সিলমোহর দিয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রয়েছেন কমিটিতে।

এর আগে পুলিশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন শশীধর। তিনি ইনটেলিজেন্স ব্যুরোর প্রাক্তন অ্যাডিশনাল ডিজি, ভডোদরার পুলিশ কমিশনার এবং আমদাবাদ ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি ছিলেন। এছাড়া আমদাবাদের জয়েন্ট কমিশনার অফ পুলিশ এবং গুজরাতের ৫টি জেলার এসপির পদ সামলেছেন।

শশীধর সৎ, নির্ভীক এবং দ্রুতগতিতে কাজ করা অফিসার হিসেবে পরিচিত। সুশান্ত অনুরাগীদের আশা, তাঁদের প্রিয় নায়কের মৃত্যু রহস্যের পর্দা উন্মোচন করতে পারবেন তিনি।