নয়াদিল্লি : সরকার-বিরোধী আন্দোলনে উত্তাল ইরান। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত চমকি-ধমকি। পাল্টা হামলার কথা বলেছে ইরানও। এই আবহে এবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। এদিন সন্ধেতেই ফোন করেন তিনি। ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই বিদেশমন্ত্রীর আলোচনা হয়েছে। বিষয়টি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন জয়শঙ্কর। তিনি লিখেছেন, "ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির ফোন এসেছিল। আমরা ইরান এবং তার আশেপাশের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।"

Continues below advertisement

ইরানে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের উদ্দেশে নয়াদিল্লি থেকে উপদেশাবলী জারির পরই দুই বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনা হয়। ভারত সরকারের তরফে জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, "ইরানের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ভারতীয় নাগরিকদের আবারও পরামর্শ দেওয়া হচ্ছে যে তাঁরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরান ভ্রমণ এড়িয়ে চলুন।"

 

Continues below advertisement