নয়াদিল্লি: অত্যচার, নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর অনশন করেছিলেন তিনি। তাঁর প্রাণের সেই মণিপুরই জ্বলছে। শুধু জ্বলছেই নয়, মহিলাদের প্রতি পাশবিক অত্য়াচার চলছে সেখানে (Manipur Violence)। সম্প্রতি তার ভিডিও-ও ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। সেই নিয়ে এবার মুখ খুললেন মণিপুরের প্রতিবাদী নেত্রী, 'আয়রন লেডি' ইরম শর্মিলা চানু (Irom Chanu Sharmila)। 


মণিপুরের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ইরম চানু শর্মিলা


সংবাদমাধ্যমে কলম ধরেছেন শর্মিলা। তিনি লিখেছেন, 'মণিপুরে প্রকাশ্যে দুই তরুণীর সঙ্গে যে নৃশংস আচরণ, লজ্জাজনক ঘটনা ঘটেছে, তার ভিডিও দেখলাম। আমি ভেঙে পড়েছি। যে অমানবিক ঘটনা ঘটেছে, তাতে কোনও অজুহাতই খাটে না। এই ঘটনা গভীরে প্রোথিত সমস্যাগুলিকেই তুলে ধরে'।


শর্মিলা জানিয়েছেন, মণিপুরের সমাজজীবনে এবং প্রতিবাদ, আন্দোলনে মহিলারা গোড়া থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন, সে ইমা কিথেলের মহিলারা হোন বা মিয়েরা পেইবিজ অথবা ইংরেজ শাসকের বিরুদ্ধে যুদ্ধে নামা নুপি লাল। কিন্তু মণিপুরের বাস্তব ছবিটা আলাদা। রাজ্যের মহিলারা দমন-পীড়নের শিকার হয়ে আসছেন লাগাতার। 


আরও পড়ুন: Mamata Banerjee: ‘সন্ত্রাস-ইজ্জত লুঠের সওদাগর ওরা, এ কোন দেশ’! মণিপুর নিয়ে বিজেপি-কে আক্রমণ মমতার


সংরক্ষণের প্রশ্নে গত তিন মাস ধরে জ্বলছে মণিপুর। সেই নিয়ে আগেও মুখ খুলেছিলেন শর্মিলা। এদিনও মণিপুরের বহুত্ববাদী সমাজ ব্যবস্থার পক্ষে সওয়াল করেন শর্মিলা। বলেন, "মণিপুরে বহু সম্প্রদায়ের, বহু সংস্কৃতির মানুষ বসবাস করেন। তাঁদের মধ্যে পার্থক্যও সুষ্পষ্ট, গভীর। এভাবেই চলে আসছে বহু যুগ ধরে। মেইতেই এবং কুকি বন্ধুদের সঙ্গে কথা বলে দেখছি, দুই পক্ষের কথাবার্তা আলাদা। বিপরীতধর্মী মতামত তাঁদের। আজ এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের উদাসীনতাই দায়ী। আজ বলে নয়, যুগ যুগ ধরে,  উত্তর-পূর্ব ভারত বিশেষ করে মণিপুর বরাবরই উপেক্ষিত। "


মণিপুরে ধর্ষণের পর নগ্ন করে ঘোরানো হল দুই তরুণীকে, চলল যৌন নিগ্রহ


শর্মিলা জানিয়েছেন, AFSPA-র বিরুদ্ধে যে অনশন, আন্দোলন করেছেন তিনি, তা মণিপুরের কোনও এক সম্প্রদায়ের মানুষের জন্য নয়, কুকি, মেইতেই, নাগা, সকলের জন্য। কিন্তু আজকের এই পরিস্থিতির জন্য তিনি অসহায় বোধ করছেন, জানালেন শর্মিলা। তিনি লেখেন, 'এখন যা চলছে, তা দেখে অসহায় বোধ করছি আমি। এভাবে অপদস্থ করে, যৌন নিগ্রহ করে, কী অর্জন করতে চাইছিল অপরাধীরা?'