একজন লিখেছেন, ইমরানের ট্যুইটে যতগুলি অক্ষর আছে, পাকিস্তানে হিন্দুর সংখ্যা ততগুলিই। আরেকজন লিখেছেন, ইমরান খান, পিটিআই, একজনকেও কি পাকিস্তানে রেখেছ?
গতকাল পাকিস্তানের করাচি শহরের হিন্দুরা নিজেদের সীমিত গন্ডির মধ্যেই দেওয়ালি পালন করেন। পূজা নামে এক হিন্দু মহিলা বলেন, আমরা বর্ণময় রঙ্গোলি দিয়ে উত্সব পালন করতে এখানে এসেছি। রক্তের নয়, রঙের হোলি খেলেই উত্সব পালন করা কত সুন্দর, মনে হয় আমার।
পাকিস্তান অবশ্য আন্তর্জাতিক মহলের নিন্দা,সমালোচনার ধার ধারে না। বরাবর তারা পাল্টা হিন্দু সহ সংখ্যালঘুদের স্বার্থরক্ষার প্রতিশ্রুতি দেয়। কিন্তু তারপরও যথারীতি তাদের ওপর হামলা, নির্যাতন ঘটেই চলেছে। হিন্দুদের পাশাপাশি হিংসা, গণহত্যা, আইনবহির্ভূত হত্যা, অপহরণ, ধর্ষণ, জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করা চলছে খ্রিস্টান, শিখ, আহমেদিয়া, শিয়াদের ওপরও। পাকিস্তানের থারপারকার জেলায় একটি ১৭ বছরের হিন্দু মেয়ে বছরখানেক আগে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ। অভিযুক্ত ধর্ষণকারী জামিনে ছাড়া পেয়ে বাইরে বেরিয়েই তাকে এমন ভয় দেখায়, ব্ল্য়াকমেল করে যে, মেয়েটি গত ১ অক্টোবর আত্মহত্যাই করে। করাচিতে সম্প্রতি ১৩ বছরের একটি খ্রিস্টান মেয়ে আরজু রাজাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ইসলামে ধর্ম বদল করতে বাধ্য করে বিয়ে করে ৪৪ বছর বয়সি আলি আজহার নামে এক ব্যক্তি।