নয়াদিল্লি: ভারত-চিন সীমান্ত সংঘাতের মধ্যেই নয়াদিল্লির দিকে চোখ রাঙাতে শুরু করেছে নেপাল। যার নেপথ্যেও বেজিংয়ের হাত রয়েছে বলেই মনে করছেন কূটনীতিকরা। সম্প্রতি নেপালের মানচিত্র বিতর্কই তার প্রতিফলন।
বিশেষজ্ঞদের মতে, এই কাজে চিন ব্যবহার করছে নেপালে নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূত হউ ইয়ানচিকে। কয়েকদিন আগে ভারতের লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরাকে নিজেদের বলে দাবি করে নেপাল। নেপালের সংসদেও পাস হয় সেই সংক্রান্ত প্রস্তাব। সূত্রের খবর, এই বিতর্কিত মানচিত্র বিলটি সংসদে পাঠানোর পিছনেও সক্রিয় ছিলেন চিনের রাষ্ট্রদূত ইয়ানকি। কিন্তু, ভিন দেশের এক রাষ্ট্রদূত হঠাৎ নেপালে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন কী করে? অনেকে বলছেন, কিছুদিন আগে প্রকাশ্যে আসা একটি ভিডিওয় দেখা গেছে, একটি অনুষ্ঠানে নেপালের গয়না এবং লেহেঙ্গা চোলি পরে, লোকসঙ্গীতের তালে নাচতে দেখা যায় চিনের রাষ্ট্রদূত ইয়ানকিকে। তাঁর নাচে মুগ্ধ হয়েছিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও।
সূত্রের খবর, এরপর থেকেই তাঁর ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়েন চিনা রাষ্ট্রদূত। কয়েকদিন আগে নেপালে যখন সাংবিধানিক সঙ্কট তৈরি হয়, তখন তা মেটাতে আসরে নেমে পড়েন ইয়ানচি।এই ইয়ানকিই এখন নেপালকে নিজেদের দিকে টেনে তাদের ভারত-বিরোধী পদক্ষেপ নিতে উস্কানি দিচ্ছে বলে মনে করছেন কূটনীতিকরা।
চিনা সেনা কর্তা থেকে সে-দেশের প্রধানমন্ত্রী, সবার দফতরেই অবাধ যাতায়াত চিনা রাষ্ট্রদূত হউ ইয়ানকির। নেপালের যে কোনও জায়গাতেই আনাগোনা এই 'সুন্দরী' কূটনীতিকের। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী তাঁকে বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানান। এখানেই শেষ নয়, নেপালের পর্যটনমন্ত্রী আবার তাঁর জন্য বিশেষ আউটডোর ফটোশুটেরও বন্দোবস্ত করে দেন।
শুধু বর্তমান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে নয়, হউয়ের সুসম্পর্ক আছে প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল প্রচণ্ডর সঙ্গেও।
নেপালের সেনাপ্রধান জেনারেল পূর্ণ থাপার সঙ্গেও চিনা রাষ্ট্রদূতের সম্পর্ক বেশ ভালই। গত ১৩ মে কাঠমাণ্ডুতে পিপলস লিবারেশন পার্টির এক অনুষ্ঠানে ইয়ানকি সভাপতিত্ব করেন, সেখানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন পূর্ণ থাপা।
করোনা সঙ্কটের শুরুতেই ইয়ানকি চিন ও নেপালের রাষ্ট্রপ্রধানদের মধ্যে যোগাযোগ করিয়ে দেন। কথা দেন, করোনা কালে নেপালকে সবরকম সাহায্য করবে চিন।
শুধু নেপালেই নয়, এই চিনা রাষ্ট্রদূতের যথেষ্ট জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াতেও। সেখানে ইয়ানকির বেশ কিছু ছবি এক্কেবারে পেশাদার মডেলের মতোই। নেপালের দর্শনীয় স্থানগুলিতে তাঁর ছবি বেশ নজর কেড়ে নেয় অনেকেরই।
নেপালকে ভারতের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন কি এই' ওলি-ঘনিষ্ঠ' সুন্দরী চিনা রাষ্ট্রদূত?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jul 2020 01:01 PM (IST)
একটি অনুষ্ঠানে নেপালের গয়না এবং লেহেঙ্গা চোলি পরে, লোকসঙ্গীতের তালে নাচতে দেখা যায় চিনের রাষ্ট্রদূত ইয়ানকিকে। তাঁর নাচে মুগ্ধ হয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রীও।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -