নয়াদিল্লি: পরীক্ষার আগের দিন প্রশ্নের প্যাকেট উধাও, স্থগিত পরীক্ষা। একদিন আগে আইএসসির (ISC Exam 2024) সাইকোলজি পরীক্ষা স্থগিত ( Psychology exam postponed)। আগামীকাল দ্বাদশের সাইকোলজি পরীক্ষা, শেষমুহূর্তে স্থগিত। কালকের বদলে আইএসসির সাইকোলজি পরীক্ষা ৪ এপ্রিল। 


কবে হবে আইএসসির সাইকোলজি পরীক্ষা ?


এদিকে গতমাসে একইদিনে ছিল ISC-র রসায়ন পরীক্ষা। পরীক্ষা শুরুর মাত্র ২ ঘণ্টা আগে এদিনের পরীক্ষাও স্থগিত করে দেওয়া হয়। কী কারণে  কেমিস্ট্রি পরীক্ষা বাতিল করা হয়েছে, তা নিয়ে প্রথমে নির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি বোর্ডের তরফে। তারপরেই সঙ্গীতা ভাটিয়া ISC পরীক্ষার কোঅর্ডিনেটরদের একটি বিজ্ঞপ্তি পাঠান। স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর উদ্বেগের পরিস্থিতি তৈরি হয় পরীক্ষার্থীদের মধ্যে।আর এবার কেমিস্ট্রির পর এবার আইএসসির সাইকোলজি পরীক্ষায় বিভ্রাট। নতুন প্রশ্নপত্রে ৪ এপ্রিল সাইকোলজি পরীক্ষা, জানাল আইএসসি (ISC)।


কোন ঠিকানায় সার্চ করলেই বিস্তারিত পাওয়া যাবে ?


গত বছর ৮ ডিসেম্বর বোর্ড ISC পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ISC পরীক্ষার প্রবেশ পরীক্ষা দেওয়া হয়েছিল। পরীক্ষা শুরু হয় ১২ ফেব্রুয়ারি। ৩ এপ্রিল পর্যন্ত চলবে পরীক্ষা। ফলঘোষণার কথা ১৪ মে। সরকারি ওয়েবসাইট cisce.org এই ঠিকানায় সার্চ করলেই বিস্তারিত পাওয়া যাবে। 


প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা টেট এর প্রশ্নপত্রও উধাও


প্রসঙ্গত, প্রশ্ন বা উত্তরপত্র উধাও হওয়ার ঘটনা এরাজ্যে নতুন নয়। অতীতে এই ঘটনা প্রকাশ্যে এসেছে। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালীন অবস্থায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা টেট এর প্রশ্নপত্রও উধাও হওয়ার উদাহরণ রয়েছে। দেখতে দেখতে প্রায় বছর দশ হওয়ার পথে।


পুলিশের আচমকাই খেয়ালে আসে বাসের জানালার কাচ ভাঙা


সেবার হুগলির কেন্দ্রগুলির জন্য একচি বাস সল্টলেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিস নিবেদিতা ভবন থেকে রওনা দিয়েছিল। তারপর জানা গিয়েছিল, ওই বাসটি বালি থেকে ডানকুনির দিকে রওনা হলে গাড়িতে কর্তব্যরত পুলিশের আচমকাই খেয়ালে আসে বাসের জানালার কাচ ভাঙা। এরপরেই সোজা বাসটিকে দাঁড় করিয়ে পর্ষদে যোগাযোগ করে। গুণতে গিয়ে দেখা যায় প্রশ্নের প্যাকেটের সংখ্যা কমেছে। এরপরেই গোটা ঘটনা প্রকাশ্যে আসে।


আরও পড়ুন,মন্ত্রী চন্দ্রনাথ সিন্হাকে তলব করল ED


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)