কাবুল:ইসলামিক স্টেটের (ISIS) অনুযোগী সংগঠন 'আইএসআইএস-খোরাসান'(ISIS-K) দুর্নীতিগ্রস্ত (corrupt), ঘোষণা করল তালিবান (Taliban)। তাই তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ বা সম্পর্ক (relation) রাখতে পারবেন না (ban) আফগানিস্তানের (afghanistan) বাসিন্দারা, স্পষ্ট ঘোষণা সরকারের। 


'দুর্নীতিগ্রস্ত আইএসআইএস-খোরাসান' 


আফগানিস্তানে ধর্মগুরু ও প্রবীণদের নিয়ে আয়োজিত তিন দিনের মহাসম্মেলন শেষ হয়েছে শনিবার। সেখানেই এই প্রস্তাব পাশ হয়। তাতে বলা হয়েছে, 'আইএসআইএস-কে নামে এই দেশদ্রোহী সংগঠনটির গতিপ্রকৃতি সম্পর্কে দেশবাসীকে সতর্ক করা হচ্ছে। এটি একটি ভুয়ো শাখা যা আমাদের ইসলামিক রাষ্ট্রে শুধু দুর্নীতি ছড়াবে। ওদের সঙ্গে সবরকম সম্পর্ক নিষিদ্ধ। কোনও রকম সাহায্য করা যাবে না ওদের।'
সম্মেলনে যাঁরা অংশ নিয়েছিলেন তাঁদের আরও বক্তব্য়, 'দায়েশ' একটি জঙ্গি সংগঠন। তাদের সঙ্গে যে কোনও ধরনের সহযোগিতা ইসলামের নিয়মবিরুদ্ধ। প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে, 'আফগানিস্তান ইসলামি নিয়ম মেনে পরিচালিত। এই নিয়মের বিরুদ্ধে যে কোনও ধরনের সশস্ত্র বিরোধিতা হলে সেটিকে বিদ্রোহ এবং নীতিবিরুদ্ধ বলেই ধরে নেওয়া হবে। আর ইসলামি নিয়মে চলা যে কোনও শাসনব্যবস্থার বিরোধিতা করা হলে যদি তা শরিয়া ও এবং জাতীয় স্বার্থের পরিপন্থী হয়ে দাঁড়ায়, তা হলে সেটিকে বেআইনি কার্যকলাপ বলেই গণনা করা হবে।'   


নাশকতার পিছনে কারা?


২০১৫ সালে তৈরি'আইএসআইএস-খোরাসান' আদতে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া-র শাখা। গত বেশ কিছু বছর ধরে আফগানিস্তানে সক্রিয় এই সংগঠন। বহু নাশকতার পিছনে সংগঠনটির হাত রয়েছে বলে অভিযোগ। তাতে হাজার হাজার আফগানের প্রাণও গিয়েছে। শনিবার পাশ হওয়া প্রস্তাবে সেই আইএসআইএস-কে-র সঙ্গে সমস্ত সম্পর্ক নিষিদ্ধ করল তালিবান সরকার।
পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এই মহাসম্মেলনে। তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুন্দজাদাও এখানে হাজির ছিলেন। সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য ফের স্কুল খোলা যায় কিনা, কী ধরনের সরকার হওয়া দরকার, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত ইত্যাদি নিয়ে আলোচনা নয়। তবে মহিলাদের অধিকারের বিষয়টি আদৌ কতদূর এগোল সেটা এখনও স্পষ্ট নয়।


আরও পড়ুন:'বিভাজন নয়, ঐক্যই শান্তি-সমৃদ্ধির চাবিকাঠি', মন্তব্য প্রধান বিচারপতির