নয়া দিল্লি: ইসকনের বর্ষীয়ান সন্ন্যাসী এবং ইসকন ইন্ডিয়ার গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের জীবনাবসান। রবিবার সকাল সাড়ে ৯টা ২০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, ইসকনের তরফে এই সংবাদ জানান হয়। এই খবরে ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। 


সূত্রের খবর, ২ মে গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পৌঁছেছিলেন। এখানে তিনি হঠাৎ পিছলে পড়ে যান। সেই সময় তাঁর ফুসফুসে আঘাত লাগে। তিন দিন ধরে তিনি সিনার্জি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালের এমডি কমল গর্গ বিষয়টি নিশ্চিত করেছেন। দিল্লির ইসকন মন্দিরে বিকেল ৩.৩০ মিনিটে ভক্তরা তাঁর শেষ দর্শন করতে পারবেন। আগামীকাল তাঁর দেহ বৃন্দাবনে নিয়ে যাওয়া হবে বলে জানান হয়েছে। 


১৯৪৪ সালে নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ। বরাবরই তিনি মেধাবী ছাত্র ছিলেন যিনি সোরবোন ইউনিভার্সিটি (ফ্রান্স) এবং ম্যাকগিল ইউনিভার্সিটিতে (কানাডা) পড়ার জন্য দুটি বৃত্তি পেয়েছিলেন। তিনি ১৯৬৮ সালে কানাডায় তার গুরু এবং ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের সঙ্গে দেখা করেছিলেন। এরপরই তিনি সকলের শান্তি ও মঙ্গলের জন্য বিশ্বে ভগবান কৃষ্ণ এবং সনাতন ধর্মের শিক্ষাগুলি ভাগ করে নেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করেছেন।


ইসকনের তরফে বিবৃতি দিয়ে জানান হয়েছে,  শ্রীল প্রভুপাদ মহারাজকে গোপাল কৃষ্ণ দাস হিসাবে দীক্ষা দেন এবং এরপর মহারাজ আজীবন সেবা শুরু করেন। সন্ন্যাস জীবনের প্রথম পর্বে মহারাজ কয়েক বছর ধরে শ্রীল প্রভুপাদের ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন। ১৯৭৫ সালে ইন্ডিয়ার সমস্ত তত্ত্বাবধানের দায়িত্ব নিয়ে গভর্নিং বডি কমিশনার হিসেবে নিযুক্ত হন। 


মহারাজের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।






এদিন প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে বলেন, 'গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ ছিলেন একজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক আইকন।  ভগবান শ্রী কৃষ্ণের প্রতি তাঁর অটল ভক্তি এবং ইসকনের মাধ্যমে তাঁর অক্লান্ত সেবার জন্য বিশ্বব্যাপী সম্মানিত হয়েছেন।  অন্যদের প্রতি ভক্তি, দয়া এবং সেবার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন তিনি। এছাড়াও তিনি ইসকনের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং দরিদ্রদের সেবা করার মতো ক্ষেত্রে। সকল ভক্তদের মতো আমার মনও ভারাক্রান্ত। ওম শান্তি।'  


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে