নয়াদিল্লি: একবছরের বেশি সময় পার হয়ে গেলেও, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছেই। সেই আবহেই এবার পশ্চিম এশিয়ায় নতুন করে শুরু হল যুদ্ধ। ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে আসার পর প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। সেই নিয়ে উত্তাল আন্তর্জাতিক রাজনীতিও। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সরাসরি ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন। এখনও পর্যন্ত যা খবর মিলেছে, সকাল থেকে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত ৫০০-র বেশি। (Israel-Palestine War) হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
বেশ কিছু দিন ধরেই একটু একটু করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল। শনিবার সকালে তা চরম আকার ধারণ করে। প্যালেস্তাইনের 'হামাস' সংগঠন গাজা থেকে ইজরায়েলে হামলা চালায় বলে অভিযোগ। জানা গিয়েছে, প্রথম হামলার ২০ মিনিটের মধ্যেই ঝাঁকে ঝাঁকে, প্রায় ৫০০০ রকেট গিয়ে পড়ে ইজরায়েলে। এর পর পাল্টা আঘাত হানে ইজরায়েলও। প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় তারা। (Israel-Palestine Conflict)
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেখেন, ‘ইজরায়েলে সন্ত্রাসী হামলার খবরে গভীর ভাবে উদ্বিগ্ন। নিরীহ মানুষজন এবং তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই কছিন সময়ে ইজরায়েলের পাশে আছি’। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁও ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন।
এই যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েলে থাকা ভারতীয় নাগরিকদের উদ্দেশে নির্দেশিকা জারি করেছে সেখানকারী ভারতীয় দূতাবাস। সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। মেনে চলতে বলা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত বিধি-নিয়ম। দূতাবাসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়, 'ইজরায়েলে বর্তমানে যা পরিস্থিতি, ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ যে নিরাপত্তা বিধি জারি করেছেন, মেনে চলুন। অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করবেন না। নিরাপদ আশ্রয়ে থাকুন'। জরুরি পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করতে বলা হয়েছে।