নয়াদিল্লি: দুপুরে যুদ্ধঘোষণা হয়েছে। সন্ধে গড়াতেই লাশের পাহাড়। ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্য সূত্রে যে খবর মিলেছে, সেই অনুযায়ী, শনিবার রাত ৮টা পর্যন্ত গাজায় ২০০ জনের মৃত্যু হয়েছে। ইজরায়েলে মারা গিয়েছেন ১০০ জন। সকালে থেকে ৫ হাজারের বেশি রকেট ছোড়া হয়েছে। (Israel-Palestine War)
এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, ইজরায়েলি রকেট হানায় গাজায় ১৯৮ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ১৬০০ মানুষ। প্যালেস্তাইনের বিরুদ্ধে দুপুরের দিকে যুদ্ধ ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। তাঁদের নিশানায় মূলত 'হামাস'। প্যালেস্তাইনের রাজনৈতিক দল 'হামাস'। কিন্তু আমেরিকা, ইজরায়েল তারে সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করেছে। 'হামাস'-এর বিরুদ্ধে 'অপারেশন সোর্ড অফ আয়রন' ঘোষণা করেছে ইজরায়েল। (Israel-Palestine Conflict)
ইজরায়েলকে লক্ষ্য করে লাগাতার আঘাত হেনে চলেছে প্যালেস্তাইনের 'হামাস'ও। সকাল থেকে তারা একাই ৫০০০ রকেট ছুড়েছে বলে অভিযোগ। তার আঘাতে ইজরায়েলে এখনও পর্যন্ত কমপক্ষে ১০০ জন মারা গিয়েছেন। সেখানে আহতের সংখ্যা ৭৪০। ইজরায়েলের দাবি, তাদের ৫০ জন নাগরিককে পণবন্দি করে রেখেছে 'হামাস'। মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। সোশ্যাল মিডিয়ায় সেইউ ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। কিন্তু তার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
বেশ কিছু দিন ধরেই একটু একটু করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল। শনিবার সকালে তা চরম আকার ধারণ করে। প্যালেস্তাইনের 'হামাস' সংগঠন গাজা থেকে ইজরায়েলে হামলা চালায় বলে অভিযোগ। জানা গিয়েছে, প্রথম হামলার ২০ মিনিটের মধ্যেই ঝাঁকে ঝাঁকে, প্রায় ৫০০০ রকেট গিয়ে পড়ে ইজরায়েলে। এর পর পাল্টা আঘাত হানে ইজরায়েলও। প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় তারা।
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেখেন, ‘ইজরায়েলে সন্ত্রাসী হামলার খবরে গভীর ভাবে উদ্বিগ্ন। নিরীহ মানুষজন এবং তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই কছিন সময়ে ইজরায়েলের পাশে আছি’। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁও ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন। ইজরায়েলে থাকা ভারতীয় নাগরিকদের উদ্দেশে নির্দেশিকা জারি করেছে সেখানকারী ভারতীয় দূতাবাস। সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। মেনে চলতে বলা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত বিধি-নিয়ম।