দোহা: বিশ্বকাপের (FIFA WC 2022) পরের পর্বে পৌঁছনোর লক্ষ্য নিয়েই ক্রোয়েশিয়ার (Croatia Football Team) বিরুদ্ধে আজ মাঠে নেমেছিলেন বেলজিয়ামের (Belgium Football Team) এডেন অ্যাজার, কেভিন দ্য ব্রুইনরা। এই ম্যাচ জিতলেই পরের রাউন্ডে রেড ডেভিলসদের স্থান পাকা হয়ে যেত। ড্র করলে তাকিয়ে থাকতে হত মরক্কো-কানাডা ম্যাচের দিকে।


পেনাল্টি বাতিল


এদিন অধিনায়ক অ্যাজার ও তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুকে বেঞ্চে রেখেই দল নামিয়েছিলেন বেলজিয়ান কোচ রবার্তো মার্টিনেজ। প্রথমার্ধে ১৫ মিনিটের মাথায় ক্যারাস্কো ক্রামারিচকে পেনাল্টি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। তবে অফসাইডের জন্য পরে ভিএআরের মাধ্যমে তা বাতিল করা হয়। দুই দল প্রথমার্ধে চেষ্টা করলেও, কোনও দলই তেকাঠির মধ্যে একটিও শট রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে মাঠে মার্টিনেজ রোমেলু লুকাকুকে (Romelu Lukaku) মাঠে নামান। তবে লুকাকু একগুচ্ছ সুযোগ পেলেও, গোল করতে পারেননি।.


একগুচ্ছ সুযোগ নষ্ট


মাঠে নেমেই লুকাকু ম্যাচে প্রভাব ফেলতে শুরু করেন। অল্পের জন্য ৪৯ মিনিটে তাঁর হেডার গোলের বাইরে দিয়ে চলে যায়।ম্যাচের ৬০ মিনিটের মাথায় ক্যারাস্কো বক্সের মধ্যে পৌঁছে বল দখলে রাখতে না পারলেও,তা পৌঁছে যায় লুকাকুর কাছে। কার্যত ফাঁকা গোলে ডান পায়ে শট মারলেও, তা পোস্টে লেগে ফিরে আসে। তাঁর মিনিট দু'য়েক পরে ফের একবার ফাঁকা গোলে বল জড়াতে ব্যর্থ হন বেলজিয়ান স্ট্রাইকার। পরিবর্ত হিসাবে নামা জেরেমি ডকুও বেলজিয়াম আক্রমণে ঝাঁঝ বাড়ান। তবে লুকাকুই গোলের বড় সুযোগ গুলি পান। ৭৮ মিনিটে ফের তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে।


ম্যাচের একেবারে শেষের দিকে অ্যাজার নামলেও ম্যাচে তেমন কোনও প্রভাব ফেলতে পারেননি তিনি। ম্যাচের ৯০ মিনিটে ডেয়ান লভরন থর্গ্যান অ্যাজারের ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হলে, তা ফের লুকাকুর কাছে পৌঁছে যায়। তবে তিনি বেশি কিছু বোঝার আগেই বল তাঁর বুকে লেগে গোলের দিকে ধেয়ে যায়। অবশ্য বলের গতি কম থাকায়, ক্রোট গোলরক্ষক তা দস্তানাবদ্ধ করেন সহজে। ম্যাচ গোলশূন্যই শেষ হয়।অপরদিকে, কানাডাকে ২-১ গোলে মরক্কো পরাজিত করায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেল বেলজিয়াম। দ্বিতীয় হয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া।


আরও পড়ুন: মেসিদের ম্যাচ দেখতে কাতারে হাজির আমির খান!