রায়পুর: সহকর্মীর হাতেই প্রাণ গেল ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশবাহিনীর ৬ জওয়ানের। বুধবার ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের নারায়ণগড় জেলায়। আরও ২ জন জওয়ানও গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে রায়পুরে।
রায়পুর থেকে ৩৫০ কিলোমিটার দূরে আইটিবিপির কাদিনার ক্যাম্পে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, বাংলার যে জওয়ানের গুলিতে অন্যদের প্রাণ গেছে, সে নিজেও বেঁচে নেই। তার নাম, কনস্টেবল মুসুদুল রহমন। নিহতদের মধ্যে ২ জন জওয়ান বাঙালি। নিহত জওয়ানের নাম বিশ্বরূপ মাহাত, সুরজিৎ সরকার
নিহত বিশ্বরূপের বাড়ি পুরুলিয়ায়, সুজিত সরকারের বাড়ি বর্ধমানে।
জানা গেছে, সহকর্মীদের সঙ্গে তার কোনও শত্রুতা ছিল না। হয়ত অবসাদে ভুগছিল সে। ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ।
বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি বলেন, ‘‘এক জওয়ান তাঁর সার্ভিস রাইফেল থেকে অন্যান্য জওয়ানদের লক্ষ্য করে গুলি চালান।’’ এই হত্যাকাণ্ডের খবর পেয়েই এলাকায় যান জেলার পুলিশকর্তারা। আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুসুদুল, নিজেই নিজেকে গুলি করেছে, নাকি অন্য কোনওভাবে মারা গিয়েছে, তা এখনও জানা যায়নি। কারও কারও মতে সে আত্মঘাতীই হয়েছে।