লন্ডন:  বুধবার ব্রিটেনে একদিনে এক লাফে আরও ৫৬৩ জনের নোভেল করোনাভাইরাসে সংক্রমণে মৃত্যুর খবর আসায় অসহায় বরিস জনসনের গলায় গভীর বিষাদের সুর।  তিনি নিজেও কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নিজেকে আইসোলেশনে সরিয়ে রেখেছেন।


আল জাজিরা চ্যানেল জানাচ্ছে,  ৫৬৩ জনের মৃত্যু সাম্প্রতিক করোনাভাইরাস সংক্রমণ পর্বে ব্রিটেনে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।  এই নিয়ে দেশে হাসপাতালে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে হল ২৩৫২। পাশাপাশি বেড়েছে করোনা টেস্টে পজিটিভ ধরা পড়া লোকের সংখ্যাও। মোট ২৯৪৭৪ জনের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। অর্থাত একদিনেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৩২৪।






মৃতদের পরিবারকে ভিডিও বার্তায় সমবেদনা জানিয়ে জনসন বলেন, খুব, খুব দুঃখের দিন এটা। আরও ৫৬৩ জন, একদিনে রেকর্ড। মৃতদের পরিবারগুলির প্রতি রইল অন্তরের সহানুভূতি, আমাদের হৃদয়-মন।


যদিও করোনাভাইরাস নির্মূল করার ব্যাপারে আশার সুর শোনা গিয়েছে তাঁর কথায়। জনসন বলেছেন,  আমরা যে রাস্তা, কর্মসূচি নিয়ে এগচ্ছি, যদি তা ঠিক ঠিক একযোগে অনুসরণ, পালন করা যায়, তবে আমার কোনও সংশয়ই নেই যে, আমরা ওই সংখ্যাগুলি কমিয়ে আনব, আগামী কয়েক সপ্তাহ, মাসের মধ্যেই। করোনাভাইরাসের প্রবাহ, স্রোত উল্টোদিকে ঘুরিয়ে দেব। এ নিয়ে কোনও দ্বিধা, সন্দেহের অবকাশ নেই।


পাশাপাশি তিনি ন্যাশনাল হেলথ স্কিমের কর্মীদের অসাধারণ আখ্যা দেন, তাঁদের জন্য ৫৯৭ মিলিয়ন অতিরিক্ত সুরক্ষামূলক কিট জাহাজে করে পাঠানো হয়েছে বলেও জানান।