দক্ষিণ ২৪ পরগনা: করোনা আক্রান্ত সন্দেহে কেরল ফেরত শ্রমিককে ভাড়া বাড়িতে ঢুকতে বাধা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি এলাকার ঘটনা। কেরলে কাজ করেন ওই শ্রমিক। করোনা আবহে তিনি রাজ্যে ফেরেন। ওই শ্রমিকের দাবি, ২৩ মার্চ ক্যানিং মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর, তালদির ভাড়া বাড়িতে তাঁকে ঢুকতে বাধা দেন বাড়ি মালিক। হাসপাতালের পরামর্শ মেনে ১৪ দিন গৃহবন্দি থাকতে পারেননি ওই শ্রমিক। আশ্রয় নেন এক পরিচিতর বাড়িতে। এরপর বিডিও-র সাহায্যে ফের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হন ওই শ্রমিক। ক্যানিং ১ নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, ওই ব্যক্তির শরীরে অসুস্থতার লক্ষণ মেলেনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে গৃহবন্দি থাকার পরামর্শ দেওয়া হয়। এনিয়ে বাড়ি মালিকের সঙ্গে কথা বলা হবে। না হলে প্রশাসনের তরফেও ওই শ্রমিককে কোয়ারেন্টিনে রাখা হবে।