ওয়াশিংটন: করোনাভাইরাস সংক্রমণ হয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পিটার ডাটনের। তাঁর সঙ্গে সরাসরি সাক্ষাত্ করেছেন, তাই ঝুঁকি না নিয়ে ‘অতিরিক্ত সাবধানতা’ অবলম্বন করে শুক্রবার বাড়ি থেকেই কাজ করলেন ইভাঙ্কা ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রের খবর। ‘দি হিল’ হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জুড ডিরেকে উদ্ধৃত করে বলেছে, হোয়াইট হাউসের মেডিকেল কর্মীরা অবশ্য ইভাঙ্কাকে নিজে থেকে কোয়ারান্টাইনে যাওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন।
ইভাঙ্কা মার্কিন প্রেসিডেন্টের বড় মেয়ে, তাঁর সিনিয়র উপদেষ্টাও।
মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার সকালে কোভিড-১৯ পরীক্ষা করা হয় ডাটনের। পজিটিভ ধরা পড়ে। গত সপ্তাহে তিনি ওয়াশিংটন গিয়েছিলেন, ৫ মার্চ তিনি দেখা করেন ইভাঙ্কা, অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ও অন্য কর্তাদের সঙ্গে।
ডিরে বিবৃতিতে বলেছেন, হোয়াইট হাউস অবহিত যে, ডাটনের কোভিড-১৯ সংক্রমণ ঘটেছে। যদিও ইভাঙ্কাদের সঙ্গে সাক্ষাতের সময় তার লক্ষণগুলি ছিল না তাঁর মধ্যে। সাক্ষাতের ফলে ইভাঙ্কার কোনও ঝুঁকি আছে কিনা, খতিয়ে দেখা হয় এবং হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট সংশ্লিষ্ট রূপরেখা মেনে জানায়, তাঁর মধ্যে কোনও লক্ষণ দেখা যায়নি এবং তাঁর কোয়ারান্টাইনে না থাকলেও চলবে। তিনি নির্দেশ না পাওয়া পর্যন্ত অতিরিক্ত সাবধানী হয়ে আজ বাড়ি থেকেই কাজ করেছেন।
এদিকে ইভাঙ্কা ও হোয়াইট হাউসের শীর্ষ অফিসারদের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন ডাটনও। শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে দেখেন, গা গরম, গলা ব্যথা করছে। করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা করিয়ে দেখেন, রেজাল্ট পজিটিভ। সরকারি স্বাস্থ্য দপ্তরের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।