নয়াদিল্লি : লোকসভা ভোটের পর প্রথম বড় দু'টি বিধানসভা নির্বাচনের আজ ফলপ্রকাশ। রাজনৈতিক মহলের নজর থাকবে হরিয়ানা ও জম্মু-কাশ্মীর নির্বাচনের ফলাফলের দিকে। দু'টি বিধানসভাতেই আসন সংখ্যা ৯০। ম্যাজিক ফিগার ৪৬। Jammu and Kashmir, Haryana Assembly Polls Counting 2024


দীর্ঘ ১০ বছর পরে কাশ্মীরে বিধানসভা নির্বাচন। গত ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবরে, ৩ দফায় ভোট হয়েছিল জম্মু-কাশ্মীরে। এখানে লড়াই মূলত ত্রিমুখী — কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট, বিজেপি এবং পিডিপির মধ্যে। অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর প্রথম বিধানসভা ভোটে কারা করবে বাজিমাত সেদিকে তাকিয়ে কাশ্মীরবাসী।


অন্যদিকে, হরিয়ানার ৯০টি আসনেই ভোট হয়েছিল গত ৫ অক্টোবর। এই বিধানসভায় মূল লড়াই গত এক দশকের শাসকদল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আইএনএলডি এবং জেজেপি। এক দশকের বিজেপি শাসনের পর হরিয়ানা বিধানসভায় কি ফিরতে পারবে কংগ্রেস? নজর থাকবে রাজনৈতিক মহলের। সকাল ৮টায় শুরু হবে ভোট গণনা।


একাধিক এক্সটি পোলে বলা হয়েছে, হরিয়ানায় জিততে চলেছে কংগ্রেস। তবে, নিরঙ্কুশ ফল হতে পারে জম্মু ও কাশ্মীরে। যদিও কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট এগিয়ে থাকতে পারে। অবশ্য অনেক সময়ই এক্সটি পোলের ফল মিথ্যা প্রমাণিত হয়েছে। 


দুই রাজ্যেই ৯০টি করে আসন, অর্থাৎ ম্যাজিক ফিগার ৪৬ । কিন্তু, জম্মু ও কাশ্মীরে, ৫ জন সাংসদকে মনোনীত করার ক্ষমতা রয়েছে লেফটেন্যান্ট গভর্নরের। যা নিয়ে চিন্তিত বিরোধীরা। অবিজেপি দলগুলির অভিযোগ, এই সিদ্ধান্ত জনাদেশের বিরুদ্ধে যেতে পারে।


এদিকে বিজেপি আশা করছে, তৃতীয়বার হরিয়ানায় ক্ষমতায় ফেরার। তবে, রাজ্যে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া রয়েছে তীব্র। এর পাশাপাশি গেরুয়া শিবিরের উপর ক্ষুব্ধ রাজ্যের একটা বড় অংশের জাঠ ও কৃষক সম্প্রদায়।


অ-জাঠ গোষ্ঠীর মধ্যে বিজেপির এখানে বিশাল সমর্থন ছিল। কিন্তু, এবার তাঁদের মনোভাব পাল্টেছে বলে বিশ্লেষণ রাজনৈতিক মহলের। এর পাশাপাশি আঞ্চলিক যে দলের সঙ্গে তারা এতদিন জোট করে লড়ত তাদের জাঠ-সমর্থন ছিল ভাল রকম। কিন্তু, এবার সেই দলও একা লড়ছে। এদিকে জম্মু ও কাশ্মীরে শান্তি ও উন্নয়নের হাত ধরে তাদের ভাগ্য খুলবে বলে মনে করছে গেরুয়া শিবির।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে