Salary Package: এক বছরেরও বেশি সময় ধরে ভারতের আইটি সেক্টর অর্থনৈতিক মন্দার মুখে রয়েছে। চলছে দেদার ছাঁটাই। তাছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার কারণেও চাকরির সমস্যা হয়েছে বহু আইটি কর্মীর, আগামীদিনেও সঙ্কটে পড়বে আইটি সেক্টরের (IT Sector Jobs) কর্মীরা, এমনটাই মনে করা হচ্ছে। বহু আইটি সংস্থা এই বছর কোনও প্লেসমেন্ট দেয়নি। আর বড় বড় সংস্থাগুলি ফ্রেশারদের চাকরি দিতে এমন বেতন অফার করেছে যা নিয়ে সম্প্রতি সমাজমাধ্যমে তুমুল ট্রোল (Social Media Trolls) হয়েছে। কগনিজ্যান্ট (Cognizant Jobs) সম্প্রতি তাদের এক ফ্রেশার নিয়োগে বার্ষিক ২.৫ লক্ষ টাকার বেতন প্যাকেজ অফার করেছে যা নিয়ে ট্রোল হচ্ছে।


রাস্তার ধারে গাড়ি বিক্রি করেও বেশি আয় করবে মানুষ


সাধারণ মানুষ এই কগনিজ্যান্টের বেতন কাঠামো শুনে ট্রোল করছে সমাজমাধ্যমে। এই ট্রোলে বলা হচ্ছে যে ২০০২ সালে অর্থাৎ ২২ বছর আগেও একই বেতন দেওয়া হত। এখনও এই একই বেতনে কীভাবে কাজ দেওয়া হচ্ছে তা নিয়ে ট্রোল হচ্ছে সমাজমাধ্যমে। মহানগরগুলিতে সংস্থার বেতন এবং জীবনযাত্রার ব্যয়ের মধ্যে কোনও সাযুজ্য নেই, বরং বিস্তর ফারাক। কগনিজেন্টের বেতন কাঠামো নিয়ে ট্রোল করার সময় কয়েকজন লিখেছেন এই কারণেই দেশের তরুণ যুবকরা আজকাল রিল বানায় এবং ইউটিউবে ভিডিয়ো বানায়। এমনকী মানুষ টিউশন করেও এর থেকেও বেশি উপার্জন করে। আবার কেউ কেউ লিখেছেন রাস্তার ধারে গাড়ি বিক্রি করেও মানুষ এখন এর থেকে বেশি আয় করেন।


চা-ম্যাগি আর আশা নিয়ে বাঁচতে হবে


এই সংস্থার বেতন নিয়ে ট্রোল চলছে সমাজমাধ্যমে। জনৈক ব্যক্তি সমাজমাধ্যমে লেখেন যে তিনি যখন তাঁর ভাইকে বলেন যে মোবাইলে সময় কম কাটাতে, তখন তাঁর ভাই তাঁকে জানায় যে এখন রিল বানিয়েই কোটি কোটি টাকা আয় করছে মানুষ। আবার একজন খুব বিদ্রুপ করে লেখেন যে বার্ষিক ২.৫ লাখ টাকা বেতন ! এত টাকা নিয়ে কী করবেন ইঞ্জিনিয়ার ? ২১ হাজার টাকা বেতনে পিএফের টাকা কাটার পর আপনি হাতে পাবেন ১৮-১৯ হাজার টাকা। এই বেতনে বাড়ি ভাড়া দেওয়ার পর মাত্র কয়েক প্যাকেট ম্যাগিই কিনতে পারবেন আপনি।  


আরও পড়ুন: Petrol Price Today: দাম বাড়ল পেট্রোল ডিজেলের ! আজ বাংলার এই ৫ জেলায় তেল ভরাতে বাড়বে খরচ


Education Loan Information:

Calculate Education Loan EMI