করাচি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আইপিএলেও এই মরশুমে দল পাননি ডেভিড ওয়ার্নার। তবে পিএসএলে খেলছেন। আর সেখানে খেলেই এবার টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়ে ফেললেন ডেভিড ওয়ার্নার। বিরাট কোহলি, ক্রিস গেলের সঙ্গে এলিট লিস্টে নাম লেখালেন প্রাক্তন বিশ্বজয়ী অজি ওপেনার। পিএসএলে নিজের প্রথম অর্ধশতরান হাঁকানোর সঙ্গে সঙ্গেই এই নজির গড়লেন ওয়ার্নার।

করাচি কিংসের হয়ে খেলছেন এই মরশুমে ওয়ার্নার। ম্য়াচে ৪৭ বলে ৬০ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। নিজের ইনিংসে আটটি বাউন্ডারি হাঁকান তিনি। আর এই ইনিংস খেলার ফাঁকেই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১৩ হাজার রান পূরণ করেন। বিশ্ব ক্রিকেটের ষষ্ঠ ব্যাটার হিসেবে এই নজির গড়লেন ওয়ার্নার। ৪০৩ ইনিংসে ১৩ হাজার রান পূরণ করেছেন বাঁহাতি ওপেনার। ক্রিস গেল ৩৮১ ইনিংসে এই নজির গড়েছিলেন। বিরাট কোহলি ৩৮৬ ইনিংস সময় নিয়েছিলেন। 

এই তালিকায় আর কে কে আছেন, দেখে নিন- ক্রিস গেল ৪৫৫ ইনিংসে ১৪,৫৬২ রান করেছিলেন। অ্য়ালেক্স হেলস ৪৯০ ইনিংসে ১৩,৬১০ রান করেছেন। শোয়েব মালিক ৫১৫ ইনিংসে ১৩,৫৭১ রান করেছেন। কায়রন পোলার্ড ৬১৭ ইনিংসে ১৩,৫৩৭ রান করেছেন। বিরাট কোহলি ৩৯০ ইনিংসে ১৩, ২০৮ রান করেছেন। 

গোয়েঙ্কাকে পাত্তাই দিলেন না রাহুল?

গত মরশুমে যে দলের অধিনায়ক ছিলেন, সেই লখনউ মেগা নিলামের আগে কেএল রাহুলকে রিটেন করেনি। অনেকের মতে গত বছর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর মাঠেই এক অপ্রীতিকর ঘটনার পরেই রাহুল নিজেই রিটেন হতে চাননি। কী ঘটেছিল সেবার? জয়ের স্থানে থাকলেও হায়দরাবাদের কাছে হারের পর রাহুলকে মাঠের মাঝেই লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) সঙ্গে কথোপকথন করতে দেখা যায়। ঠিক কী কথা হচ্ছিল না জানা গেলেও, হাবভাব থেকেই মনে হচ্ছিল অধিনায়ককে প্রকাশ্যে তিরষ্কার করছিলেন দলের মালিক। এই ঘটনায় চারিদিকে রে রে পড়ে যায়। প্রবল সমালোচিত হন গোয়েঙ্কা। রাহুল কিন্তু গোটা বিষয়ই চুপই ছিলেন। মনে হয় অপেক্ষা করছিলেন জবাবটা মাঠে দেওয়ার। সেই সুযোগও এল।

দুই দলের প্রথম সাক্ষাৎকারের সময় সন্তানসম্ভবা রাহুল ছিলেন না। সেই ম্য়াচে মাঠে নামেননি তিনি। আজ নেমেছিলেন। ঠিক যে মাঠে তাঁকে অপমানিত হতে হয়েছিল, সেই মাঠেই জবাব দেওয়ার সুযোগ খুঁজছিলেন হয়তো তিনি। ম্যাচ শেষে বলাই বাহুল্য যে রাহুল ব্যাটে এবং ব্যবহারে সেই অপমানের জবাব দিলেন। লখনউ-দিল্লি ম্য়াচ শেষে এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখেই এই পরিণতি পৌঁছেছেন অনেকে।