নয়াদিল্লি: ফি বৃদ্ধি নিয়ে চলতে থাকা ধুন্ধুমারের মধ্যেই শীতকালীন সেমিস্টারের জন্য পড়ুয়াদের কাছ থেকে ইউটিলিটি ও সার্ভিস চার্জ নেওয়া হবে না বলে ঘোষণা করল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই খরচ জোগাবে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন।


হস্টেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২০-র শীতকালীন সেমিস্টারের সার্ভিস ও ইউটিলিটি চার্জ ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হবে না।

ফি বৃদ্ধি পুরোপুরি প্রত্যাহারের দাবিতে জেএনইউ পড়ুয়াদের বেশ কিছুদিন ধরে চলা আন্দোলনের জেরে ৩ সদস্যের কমিটি গঠন করে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। ১০-১১ ডিসেম্বর বৈঠকে মন্ত্রক ঠিক করে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা ইউজিসি পড়ুয়াদের ইউটিলিটি ও সার্ভিস চার্জ দেবে। এ ব্যাপারে ইউজিসিকে অনুরোধ করে ইতিমধ্যেই চিঠি লেখা হয়েছে বলে জানিয়েছে জেএনইউ প্রশাসন।

সার্ভিস ও ইউটিলিটি চার্জের মধ্যে রয়েছে হস্টেলের বিদ্যুৎ ও জলের খরচ। আগে এই চার্জ ছিল মাসে ২০০০ টাকা। ২ মাস ধরে ফি বৃদ্ধির সম্পূর্ণ প্রত্যাহার চেয়ে জেএনইউ পড়ুয়াদের এক অংশ আন্দোলনে নেমেছেন।