নয়াদিল্লি: প্রায় বছর ঘুরতে চলল, আন্তর্জাতিক ক্রিকেটে দেখা নেই মহেন্দ্র সিংহ ধোনির। গত বছর জুলাইতে শেষবার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর আর দেশের জার্সি গায়ে চাপাননি এই কিংবদন্তি। এরপর ভারত ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে। দেশের মাটিতে সিরিজ খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা। কোনও একটি-তেও মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা যায়নি। তিনি কখনও থেকেছেন দর্শকাসনে, কখনও আবার সেনার কাজে গিয়েছেন উপত্যকায়। মাঝে ঝাড়খণ্ডে রাঁচির অনূর্ধ ২৩ দলের সঙ্গে প্র্যাক্টিস করেছেন, কিন্তু বিরাট কোহলিদের সঙ্গে একসঙ্গে শিবির করতে দেখা যায়নি তাঁকে। ধোনির এই ক্রিকেট অন্তরালে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তিনি কি তাহলে ‘অঘোষিত’ অবসর নিয়েই ফেললেন! মাহিকে প্রশ্ন করা হলে, তিনি অবশ্য বলেন জানুয়ারি পর্যন্ত তাঁকে যেন এই প্রশ্ন না করা হয়। এবার জানুয়ারি আসতেই তাঁর অবসর জল্পনা উস্কে দিলেন কোচ রবি শাস্ত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রবি জানিয়েছেন, তাঁর সঙ্গে ধোনির কথা হয়েছে এবং ওয়ান ডে ক্রিকেটে খুব শীঘ্রই নিজের কেরিয়ার শেষ করতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি।  সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, “আমার সঙ্গে এমএস (ধোনি) – এর কথা হয়েছে, সেটা আমাদের মধ্যেই রয়েছে। ও অনেক আগেই টেস্ট কেরিয়ার শেষ করেছে। সম্ভবত খুব শীঘ্রই ওয়ান ডে কেরিয়ারও শেষ করবে।”

ওয়ান ডে ক্রিকেটে এখও পর্যন্ত ৩৫০টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। রান ১০ হাজারের ওপরে। গড় ৫০.৬। ১০টি শতরান সহ ৭৩টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। সর্বোচ্চ অপরাজিত ১৮৩। ৩৮ বছরের এই ব্যাটসম্যান-উইকেটকিপার তালুবন্দি করেছেন ৩২১টি শিকার। স্টাম্পিং করেছেন ১২৩টি। এমন ঈর্ষণীয় রেকর্ড আর কোনও ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যানের নেই। এছাড়াও মহেন্দ্র সিংহ ধোনিই ভারতের একমাত্র অধিনায়ক, যার ক্যাবিনেটে রয়েছে বিশ্বকাপ (২০১১), চ্যাম্পিয়নস ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের (২০০৭) মতো তিন তিনটি আইসিসি ট্রফি।