কলকাতা: আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে ত্রয়োদশ আইপিএল। করোনাভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে টুর্নামেন্ট এবার ভারতে হচ্ছে না। আমিরশাহির মাঠ ভারতের তুলনায় ছোট। এজন্য ব্যাটিংয়ের অনেক রেকর্ড ভেঙে যাবে কেউ কেউ অনুমান করছেন। সেইসঙ্গেও মনে করা হচ্ছে, গরম বেশি থাকায় বোলারদের সমস্যা হবে এবং এর ফায়দা তুলতে পারেন ব্যাটসম্যানরা।
তবে পিচ স্পিনারদের সাহায্য করলে লো স্কোরের ম্যাচ দেখা যেতে পারেও বলেও মত বিশেষজ্ঞদের একাংশের।
আইপিএলে এক ইনিংসে সর্বাধিক রান
আইপিএলে এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের দখলে রয়েছে। ক্রিস গেইলের বিধ্বংসী ১৭৫ রানের ইনিংসে ভর করে ২০১৩-তে আরসিবি ২০ ওভারে ২৬৪ রানের পাহাড় খাড়া করেছিল। এর জবাবে পুনে ওয়ারিয়র্স মাত্র ১৩৩ রানই তুলতে পেরেছিল। আরসিবি ১৩০ রানের বিশাল ব্যবধানে ম্যাচে জয়ী হয়েছিল।
এক ইনিংসে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহের তালিকার দ্বিতীয় স্থানেও রয়েছে আরসিবি। ২০১৬-তে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ২০ ওভারে তিন উইকেটে ২৪৮ রান করেছিল আরসিবি। ওই ম্যাচে বিরাট কোহলি ১০৯ ও এবি ডিভিলিয়ার্স ১২৯ রান করেছিলেন। ১৪৪ রানে ম্যাচ জিতেছিল কোহলির দল
চেন্নাই সুপার কিংসও দুবার রানের পাহাড় গড়েছিল
২০১০-এ চেন্নাই সুপার কিংস ২০ ওভারে করেছিল পাঁচ উইকেটে ২৪৬ রান। ওই ম্যাচে মুরলী বিজয় ১২৭ ও মর্কেল ৬২ রাান করেছিলেন। এর জবাবে নমন ওঝার ৯৪ রানে ভর করে রাজস্থান রয়্যালস ২২৩ রাান করেছিল। সিএসকে ২৩ রানে ম্যাচ জিতেছিল।
এক ইনিংসে সর্বাধিক রানের তালিকায় চতুর্থ স্থানে কলকাতা নাইট রাইডার্স। ২০১৮-তে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ২০ ওভারে তারা করেছিল ৬ উইকেটে ২৪৫ রান। সুনীল নারিন ওই ম্যাচে ৭৫ রান করেছিলেন। কেকেআর জয়ী হয়েছিল ৩১ রানে।
সিএসকে প্রথম মরশুমেই এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড গড়েছিল। ২০০৮-এ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনির দল পাঁচ উইকেটে ২৪০ রান করেছিল।
IPL Records:আইপিএলে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড আরসিবি-র, তালিকায় রয়েছে সিএসকে, নাইট রাইডার্সও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Sep 2020 05:16 PM (IST)
গরম বেশি থাকায় বোলারদের সমস্যা হবে এবং এর ফায়দা তুলতে পারেন ব্যাটসম্যানরা।
তবে পিচ স্পিনারদের সাহায্য করলে লো স্কোরের ম্যাচ দেখা যেতে পারেও বলেও মত বিশেষজ্ঞদের একাংশের।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -