নয়াদিল্লি: করোনা আবহে এবার স্থগিত হল  জয়েন্ট এনট্রান্স এক্সামিনেশন (জেইই) মেইন। সিবিএসই, আইসিএসসি-র  বোর্ড পরীক্ষার পর এবার জেইই মেইনও স্থগিত রাখা হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পরামর্শের পরেই সিদ্ধান্ত এনটিএ-র।



পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই পরামর্শ, ট্যুইট কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কের।পরীক্ষা হওয়ার কথা ছিল ২৭, ২৮, ৩০ এপ্রিল।এনটিএ জানিয়েছে,  অন্তত ১৫দিন আগে জানানো হবে পরীক্ষার দিন।


 


জেইই মেন-এর প্রথম দুটি সেশন ইতিমধ্যেই ফেব্রুয়ারি ও মার্চে শেষ হয়েছে।  এদিনের ঘোষণা অনুযায়ী, পরবর্তী সেশনের ঘোষণা পরীক্ষার কমপক্ষে  ১৫ দিন আগে ঘোষণা করা হবে।


ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জেইই মেই চার সেশনে আয়োজন করছে। প্রথম সেশনে ৬,২০,২৪৮ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। দ্বিতীয় সেশনে বসেছিলেন ৫,৫৬,২৪৮ পড়ুয়া। তৃতীয় সেশন হওয়ার কথা ছিল ২৭, ২৮ ও ৩০ এপ্রিল।


কিন্তু করোনাভাইরাসজনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এপ্রিলের সেশন স্থগিত রাখার ঘোষণা করা হল। পরবর্তী দিনক্ষণ পরে জানানো হবে। এনটিএ জানিয়েছে, পরবর্তী সেশনের অন্তত ১৫ দিনে আগে পরীক্ষার্থীদের জানানো হবে।


এর আগে পোস্ট গ্র্যাজিয়েট পরীক্ষার্থীদের জন্য ন্যাশনাল এলিজিবিটি তথা এন্ট্রান্স টেস্ট পিছিয়ে গিয়েছিল করোনা পরিস্থিতির কারণেই। ওই পরীক্ষা গত ১৮ এপ্রিল হওয়ার কথা ছিল।


ড. হর্ষবর্ধন ট্যুইট করে জানিয়েছিলেন যে, করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে নিট পিজি ২০২১-এর পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তরুণ মেডিক্যাল পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নিট পিজি পরীক্ষা এর আগে জানুয়ারিতে হওয়ার কথা ছিল। কিন্তু তখনও করোনা পরিস্থিতির কারনেই তা পিছিয়ে যায়।


এর পাশাপাশি সিবিএসই বোর্ড তাদের দশম শ্রেণীর এ বছরের পরীক্ষা বাতিল করেছে। স্থগিত রেখেছে দ্বাদশের পরীক্ষা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে বিভিন্ন  মহল থেকে সিবিএসই-র বোর্ড পরীক্ষা স্থগিত রাখার দাবি জানানো হয়েছিল।





Education Loan Information:

Calculate Education Loan EMI