নয়াদিল্লি : জেইই মেইনের পরিবর্তিত সূচি প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ২০২১-এর জেইই মেইন পরীক্ষার তৃতীয় এবং চতুর্থ সেশনের মধ্যে কিছুটা ব্যবধান থাকবে। আজ অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।


কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃহস্পতিবার জানিয়েছেন, ২০২১-এর জেইই মেইন পরীক্ষার তৃতীয় এবং চতুর্থ সেশনের মধ্যে কিছুটা ব্যবধান থাকবে। চলতি বছরের জেইই মেইনের ২০২১ চতুর্থ সেশনের পরীক্ষা হবে ২৬, ২৭ এবং ৩১ অগাস্ট, ১ সেপ্টেম্বর এবং ২ সেপ্টেম্বর। পরীক্ষার জন্য অনলাইন রেজিস্ট্রেশন চলছে। এই অনলাইন রেজিস্ট্রেশন শেষ হবে আগামী ২০ জুলাই। যারা চলতি বছরের জেইই মেইন পরীক্ষা দিতে চায়, তাদের আগামী কয়েকদিনের মধ্যেই রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। 


বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, 'ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অনুরোধ এবং আবেদন মেনে এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এবারের তৃতীয় এবং চতুর্থ সেশনের পরীক্ষার মাঝে অন্তত চার সপ্তাহ সময়ের একটা ব্যবধান রাখা হবে।'


এর আগে ২০২১-এর জেইই মেইন-এ মে সেশনের পরীক্ষার সূচি ছিল ২৭ জুলাই থেকে ২রা অগাস্ট পর্যন্ত। যদিও সেই সূচি বাতিল করে দেওয়া হয়েছে। যদিও ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ তৃতীয় জেইই মেইন এপ্রিল সেশনের পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই আয়োজন করেছে। পরীক্ষা হবে ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত। 


প্রসঙ্গত, এই বছর ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ সিদ্ধান্ত নিয়েছিল, এবার জেইই মেইন ২০২১-এর পরীক্ষা চারটি ধাপে হবে বলে। প্রথমটি হয় ফেব্রুয়ারির ২৩ থেকে ফেব্রুয়ারির ২৬ তারিখ পর্যন্ত। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে, ১৫ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত। তৃতীয় ধাপের পরীক্ষা হবে ২০ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত। আর ২৫ জুলাই থেকে ২৫ অগাস্ট পর্যন্ত এক মাস সময়ের একটা ব্যবধান রাখা রয়েছে ছাত্র-ছাত্রীদের অনুরোধ বা দাবি মেনেই। চতুর্থ সেশনের পরীক্ষা হবে ২৬ অগাস্ট থেকে ২রা সেপ্টেম্বর পর্যন্ত। প্রসঙ্গত, এবারের জেইই মেইন পরীক্ষা দেওয়া যাবে মোট ১৩টি ভাষায়। সেগুলি হল- অসমিয়া, বাংলা, কন্নড়, মালায়লম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু, উর্দু, ইংরেজি, হিন্দি এবং গুজরাতি/।


Education Loan Information:

Calculate Education Loan EMI