নয়াদিল্লি: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এবার বিজেপি জয়ী হতে পারে বলে উঠে এল বুথফেরত সমীক্ষায়। MATRIZE-এর সমীক্ষা বলছে, এবারে ঝাড়খণ্ডে বিজেপি নেতৃত্বাধীন জোট জয়ী হতে পারে। তারা ৪৫ শতাংশ ভোট পেতে পারে, আসন পেতে পারে ৪২ থেকে ৪৭টি। কংগ্রেস ও হেমন্ত সরেনের জোট রাজ্যে ২৫ থেকে ৩০টি আসন পেতে পারে। অন্যান্যরা পেতে পারে ১ থেকে ৪টি আসন। কংগ্রেস ও হেমন্তোর জোট রাজ্যে ৩৮ শতাংশ ভোট পেতে পারে বলে দাবি করা হয়েছে। ঝাড়খণ্ড বিধানসভার মোট আসন সংখ্যা ৮২টি, যার মধ্যে একটি আসনে প্রার্থী মনোনীত করা হয়। সেখানে ক্ষমতাদখল করার ম্যাজিক সংখ্যা হল ৪১। (Jharkhand Assembly Election 2024 Exit Polls)
Times Now JVC-র বুথফেরত সমীক্ষা বলছে, বিজেপি নেতৃত্বাধীন NDA জোট ঝাড়খণ্ডে ৪০ থেকে ৪৪টি আসন পেতে পারে। I.N.D.I.A পেতে পারে ৩০ থেকে ৪০টি আসন। অন্যান্যরা একটি করে আসন পেতে পারে। (Jharkhand Exit Poll 2024)
CHANAKYA STRATEGIES জানিয়েছে, ঝাড়খণ্ডে ৪৫ থেকে ৫০টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীব জোট। কংগ্রেস-JMM পেতে পারে ৩৫ থেকে ৩৮টি। বাকিরা ৩ থেকে ৫টি আসন।
AXIS My India-র সমীক্ষা বলছে, ঝাড়খণ্ডে ফের ক্ষমতায় ফিরতে পারেন হেমন্ত সরেন। I.N.D.I.A জোটের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট সেখানে ৫৩টি আসন পেতে পারে। অন্য দিকে, বিজেপি নেতৃত্বাধীন NDA শিবিরের দখলে যেতে পারে ২৫টি আসন। অন্যান্যতা তিনটি আসনে জয়ী হতে পারেন।
AXIS My India- জানিয়েছে, এবারে ঝাড়খণ্ডে ৩৭ শতাংশ ভোট পেতে পারে NDA, I.N.D.I.A পেতে পারে ৪৫ শতাংশ, JLK ৮ শতাংশ এবং অন্যান্যরা ১০ শতাংশ। বিজেপি ৩৯ শতাংশ পুরুষ ভোট এবং ৩৫ শতাংশ মহিলা ভোট পেতে পারে। I.N.D.I.A জোটকে সমর্থন জানাতে পারে ৪৩ শতাংশ পুরুষ এবং ৪৭ শতাংশ মহিলা ভোটার। JLK ৮ শতাংশ পুরুষ ভোট পেতে পারে।
সংস্থা | বিজেপি+ | কংগ্রেস+ | অন্যান্য |
MATRIZE | ৪২-৪৭ | ২৫-৩০ | ১-৪ |
CHANAKYA | ৪৫-৫০ | ৩৫-৩৮ | ৩-৫ |
PEOPLES PULSE | ৪৪-৫৩ | ২৫-৩৭ | ৫-৯ |
P-Marq | ৩১-৪০ | ৩৭-৪৭ | ১-৬ |
AXIS My India | ২৪-২৫ | ৫২-৫৩ | ২-৩ |
JVC | ৪০-৪৪ | ৩০-৪০ | ০১ |
ডিসক্লেমার: এই সমীক্ষার সঙ্গে সম্পাদকীয় নীতির কোনও সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থার দেওয়া তথ্যগুলো পাঠকদের সামনে তুলে ধরি মাত্র। বর্তমান সমীক্ষা ও তৎলব্ধ পূর্বাভাসটি এক্সিট পোলের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভার বিশ্লেষণ করা হয়েছে।