ঝাড়খণ্ড: গুজব ছড়িয়েছিল ট্রেনে আগুন লেগেছে। তার জেরেই প্রাণ গেল অন্তত ৩ জন রেলযাত্রীর। যাদের মধ্যে শিশুও রয়েছে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদ রেল বিভাগের অধীন এলাকায় (Jharkhand Train Accident)। 


সূত্রের খবর, রাঁচি-সাসারাম ইন্টারসিটি এক্সপ্রেস (Sasaram Intercity Express Accident) ধানবাদ বিভাগের কুমান্দিহ রেল স্টেশনে ছিল। এবিপি নিউজের প্রতিবেদন অনুযায়ী ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানান, রাত ৮টার দিকে কিছু দুর্বৃত্ত গুজব ছড়ায় যে ট্রেনে আগুন লেগেছে। তা শুনে ট্রেন থেকে পাশের ট্র্যাকে একাধিক যাত্রী ঝাঁপ দেন। এই সময়েই ওই ট্র্যাক দিয়ে একটি মালগাড়ি যাচ্ছিল, তার ধাক্কায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। অনেকে আহত হয়েছেন। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন, এখনও পর্যন্ত মৃত্যুর ঠিক সংখ্যা তাঁর কাছে নেই।   


কিছু সূত্রের খবর, মৃত্যু হয়েছে ৩ জনের। তার মধ্যে এক মহিলা ও ২ শিশু রয়েছে। এবিপি নিউজের প্রতিবেদন অনুযায়ী মৃত মহিলা পুরী জগন্নাথধান থেকে ফিরছিলেন। ধানবাদ ট্রেন দুর্ঘটনায় মৃত মহিলা বিহারের নাসরিগঞ্জের হরিহরগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। এবিপি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলার মঞ্জু দেবী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান লাতেহারের এসপি অঞ্জনী অঞ্জন। একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।


 



জেলা প্রশাসন এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ দুর্ঘটনার পর স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে হইচই পড়ে যায়। 


ধানবাদ বিভাগ হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে 


বাণিজ্যিক নিয়ন্ত্রণ, ধানবাদ - 0326-2209880
ধানবাদ স্টেশন – 8756997647
ডালটনগঞ্জ স্টেশন - 79091092320
বারওয়াদিহ স্টেশন - 7485808559
কুমান্দিহি স্টেশন - 7541813230
গাড়োয়া রোড স্টেশন - 7091092319


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়াশোনা: UPSC দেননি! ধাপে ধাপে এখন IAS! চমকে দেবে এই লড়াকুর কাহিনি