শ্রীনগর: ফের জম্মু কাশ্মীরের সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষ। নিহত ৫ জঙ্গি। গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে আজ সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের সুগু হেন্দামা এলাকায় তল্লাশি অভিযানে নামে সেনার ৪৪ রাষ্ট্রীয় রাইফেল্স, সিআরপি ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। জঙ্গিরা আচমকা বাহিনীর ওপর গুলি ছুড়তে শুরু করলে সংঘর্ষ বেধে যায়। জঙ্গিদের আস্তানা ঘিরে ফেলে গুলি চালাতে শুরু করে বাহিনীও। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে ৫ জঙ্গি নিহত হয়েছে। গত চারদিনের মধ্যে সোপিয়ানে এই নিয়ে তিনবার সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনা ঘটল। এই নিয়ে তিনবারের সংঘর্ষে মৃত্যু হল ১৪ জঙ্গির। এর আগে রবি ও সোমবারের সংঘর্ষে মৃত্যু হয়েছিল দুই কমান্ডার সহ ৯ হিজবুল মুজাহিদিন জঙ্গির। এদিকে, সংঘর্ষের জন্য শোপিয়ানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। চলতি মাসে ১৮ জঙ্গি নিধন হয়েছে। চলতি বছর জম্মু ও কাশ্মীরে মোট ১০৩ জঙ্গি খতম করেছে বাহিনী। এর মধ্যে মার্চ থেকে খতম হয়েছে ৫৩ জঙ্গি।
সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ৫ সন্ত্রাসবাদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jun 2020 01:44 PM (IST)
চলতি বছর জম্মু ও কাশ্মীরে মোট ১০৩ সন্ত্রাসবাদীকে খতম করেছে বাহিনী...
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -