নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে থেকে ওয়ান ডে-র সেরা দশজনকে বেছে নিলেন শোয়েব আখতার। তাঁর দলে রয়েছেন ভারতের চারজন ও পাকিস্তানের ছজন ক্রিকেটার।


ভারতীয়দের মধ্যে আখতারের দলে আছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সহবাগ এবং যুবরাজ সিংহ। পাকিস্তান থেকে আখতারের দলে রয়েছেন সঈদ আনোয়ার, ইনজামাম-উল-হক, আব্দুল রজ্জাক, সাকলিন মুস্তাক, ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিস।

অন্যদিকে, আখতারের মতে, বিরাট কোহলি, কেন উইলিয়ামসনরা যে উচ্চতায় নিজেদের নিয়ে গিয়েছেন, পাকিস্তানের ওয়ান ডে দলের অধিনায়ক বাবর আজমও সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার মতো দক্ষ । কোহলি যেমন রেকর্ড ভাঙছেন আবার গড়ছেন, আজমও ভবিষ্যতে অনেক রেকর্ডই ভাঙবেন বলে আশাবাদী আখতার।

তবে কোহলির সঙ্গে বাবরের তুলনা চান না আখতার। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘কোহলি, কেন উইলিয়ামসন, জো রুটদের কাছাকাছি পৌঁছনোর চেষ্টা করছে বাবর আজম। খুবই প্রতিভাবান ক্রিকেটার। তবে ওর সঙ্গে কোহলির তুলনা না করাই ভাল। ’’