নয়াদিল্লি : বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্কের ঝড়। সংসদে সরগরম আলোচনার মাঝে বিজেপি সাংসদের ইডি ঘিরে মন্তব্যে শুরু হয়েছে তরজা। চুপ করুন, না হলে আপনাদের বাড়িতে ইডি হানা দেবে। লোকসভায় বিজেপি সাংসদ মীনাক্ষী লেখির (Meenakshi Lekhi) মন্তব্যে বিতর্ক। সংসদে দিল্লি পরিষেবা বিল নিয়ে আলোচনার সময় কংগ্রেস-সহ বিরোধীদের হইচই। সেই সময় বিরোধীদের চুপ করতে বলে বিতর্কিত মন্তব্য মীনাক্ষী লেখির। সোশাল মিডিয়ায় বিজেপি নেত্রী মীনাক্ষী লেখিকে নিশানা তৃণমূল কংগ্রেসের (TMC)। 


লোকসভায় দিল্লি পরিষেবা বিল নিয়ে আলোচনার মাঝে রাগত মেজাজে মীনাক্ষী লেখির মন্তব্য, 'এক মিনিট, এক মিনিট, শান্ত থাকুন। আপনার ঘরে ইডি না হানা দেয়।' যে মন্তব্যের পরই বিজেপি নেত্রীকে নিশানা করেছেন বিরোধীরা। ন্যাশনাল কংগ্রেস পার্টির (Nationalist Congress Party) মুখপাত্র ক্লাইভ ক্রাস্টোর মন্তব্য, কেন্দ্রীয় এজেন্সিকে 'ব্যবহার' করার যে অভিযোগ বিরোধীরা বারবার সরকারের বিরুদ্ধে করে, সেটা যে সত্যি সেটাই প্রমাণ করে দিলেন বিজেপি নেত্রী।


তৃণমূল সহ দেশের একাধিক বিরোধী শিবির বারবার অভিযোগ শানায়, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি, সিবিআই, এনআইএ-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের মধ্যে ফাটল ধরানো থেকে তাঁদের চাপে রেখে রাজনৈতিক ভয়ের আবহ এমনকি দলবদলের খেলাতেও কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে কেন্দ্রের বিজেপি সরকার। বারবারই বিরোধীদের যে অভিযোগ নস্যাৎ করে এসেছেন গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীরা। এর মাঝেই বিজেপি সাংসদ মীনাক্ষী লেখির মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র তরজা। 






আরও পড়ুন- অসুস্থ বাবা, সংসার চালাতে টোটোর স্টিয়ারিং ধরেছে গাইঘাটার ক্লাস নাইনের গায়ত্রী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial