বঢোদরা: ভারতীয় ক্রিকেটারদের সকলেই এখন শরীরচর্চা নিয়ে বাড়তি যত্নশীল। বিরাট কোহলি, শিখর ধবনদের প্রায়ই দেখা যায় জিমে গা ঘামানোর ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে। উমেশ যাদবও সেই রাস্তায় হাঁটলেন। জিমে ওজন তোলার ভিডিও পোস্ট করে সতীর্থের খোঁচাও শুনলেন ভারতীয় দলের ফাস্টবোলার।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন বিদর্ভের ফাস্টবোলার। সেখানে উমেশকে শারীরিক কসরত করতে দেখা যায়। অ্যাথলিটদের মতো তিনি ওয়েট লিফ্টিং করেন। এবং সেই ভিডিও পোস্ট করে উমেশ লেখেন, ‘ভাই তোমরাও কি ওজন তোল?’



সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করেন। তবে সেরা মন্তব্য রবীন্দ্র জাডেজার। জাতীয় দলের সতীর্থের উদ্দেশে জাডেজা লেখেন, ‘মেয়েরা কি এত ওজন তোলে?’ সেই মন্তব্যে উমেশও বেশ মজা পান। তিনি লেখেন, ‘এটা তো শুধু টিজার ছিল। সিনেমা এখনও বাকি বন্ধু।’

টেস্টে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন উমেশ। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ৪টি টেস্টে ২৩টি উইকেট নিয়েছেন বিদর্ভের পেসার।