সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, আইইএস ও আইএসএস মিলিয়ে, ১৭ প্রার্থীর ফল অন্তর্বর্তী রাখা হয়েছে। কমিশন আসল নথিপত্র খতিয়ে না দেখা পর্যন্ত তাঁদের নিয়োগের অফার দেওয়া হবে না। পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিজের জন্য ২১টি সহ ৪৯৫টি খালি পদ ২০২০-র ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এক্সামিনেশনের মাধ্যমে পূরণ করা হবে বলে জানা গিয়েছে। ইউপিএস পরিচালিত পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ১৮ পড়ুয়া সফল, জেএনইউ আমাদের শীর্ষ প্রতিষ্ঠান, সবসময় বলি, ট্যুইট কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রীর
Web Desk, ABP Ananda | 15 Jan 2020 05:55 PM (IST)
ফি বৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে পড়ুয়াদের লাগাতার বিক্ষোভ, কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনে পড়ুয়াদের যোগদান-সব মিলিয়ে বেশ কিছুদিন ধরেই শিরোনামে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানটি। তার মধ্যেই এই উল্লেখযোগ্য সাফল্য।
নয়াদিল্লি: ইউপিএসসি পরিচালিত ইন্ডিয়ান ইকনমিক সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ১৮ পড়ুয়া। ফি বৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে পড়ুয়াদের লাগাতার বিক্ষোভ, কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনে পড়ুয়াদের যোগদান-সব মিলিয়ে বেশ কিছুদিন ধরেই শিরোনামে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানটি। তার মধ্যেই এই উল্লেখযোগ্য সাফল্য, যার প্রশংসা করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। জেএনইউকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ট্যুইট করেছেন, মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান ইকনমিক সার্ভিস পরীক্ষায় মোট ৩২ সফল পরীক্ষার্থীর মধ্যে ১৮ জনই জেএনইউয়ের। এটা বিরাট খুশির ব্যাপার। আমরা সবসময় বলি, শিক্ষা ও গবেষণায় জেএনইউ আমাদের শীর্ষ প্রতিষ্ঠান।